সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Election 2020) ফলপ্রকাশ আজ। চলছে গণনা। কিন্তু গণনা শুরুর কয়েক ঘণ্টা আগেই রক্তাক্ত হল রাজ্য। ভোজপুর জেলায় আরা শহরের বিজেপির (BJP) মহিলা মোর্চার নগর অধ্যক্ষের স্বামীকে প্রকাশ্যে গুলি করে খুন করল একদল দুষ্কৃতী৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা যাচ্ছে, সুন্দরনগর এলাকায় আচমকাই বাইকে চেপে হাজির হয় দুষ্কৃতীরা। প্রীতম নারায়ণ সিং ওরফে সাহেব সিংয়ের উপরে চড়াও হয় তারা। তারা পালিয়ে গেলে দেখা যায় রাস্তার উপরে গুরুতর জখম হয়ে পড়ে আছেন তিনি। আহত সাহেবকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরু হলেও দ্রুত তাঁর অবস্থার অবনতি হতে থাকে। এরপর পাটনার এক হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথেই মৃত্যু হয় তাঁর।
[আরও পড়ুন: করোনাযুদ্ধে আরও এগিয়ে গেল ভারত, উল্লেখযোগ্য হারে কমল দৈনিক সংক্রমণ, মৃত্যু]
পরে ঘটনার খবর পেয়েই ভোজপুরের পুলিশ সুপারিটেন্ডেন্ট কিশোর রাই, সদর এসডিপিও পঙ্কজকুমার রাওয়াত, নাওয়াদা থানার সভারতি সঞ্জীব কুমার দলবল সকলেই ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেন। নিহতের ছেলে জানিয়েছেন, পেশায় আইনজীবী ছিলেন সাহেব। গতকাল সন্ধেবেলায় তিনি বাড়ি ফিরছিলেন আদালত থেকেই। তখনই তাঁর উপরে হামলা হয়। প্রসঙ্গত, সাহেব সিংও এলাকায় বিজেপির একজন সক্রিয় নেতা হিসেবেই পরিচিত ছিলেন। বিধানসভা নির্বাচনের সময় বহু সভায় তিনি যোগও দিয়েছিলেন। গণনার কয়েক ঘণ্টা আগে তাঁর মৃত্যু তাই ভাবাচ্ছে পুলিশকে। ঘটনার পিছনে কোনও রাজনৈতিক প্রতিহিংসার কারণ রয়েছে নাকি অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
বিহারের ৩৮টি জেলার ৫৫টি কেন্দ্রে চলছে ভোটগণনা। শেষ পাওয়া খবর অনুযায়ী, মহাজোট এগিয়ে ১০৪টি আসনে। এদিকে এনডিএ জোট এগিয়ে রয়েছে ১২৮টি আসনে। এক্সিট পোলে মহাজোটের জয়ের সম্ভাবনা দেখা গেলেও পরিস্থিতি দেখে মনে করা হচ্ছে আবারও বিহারের মসনদে হয়তো ফিরতে চলেছেন নীতীশ কুমারই।