সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা পনেরো বছর মধ্যপ্রদেশে ক্ষমতার বাইরে কংগ্রেস৷ তবে বিশেষজ্ঞ ধারণা এবার অনেকটা তাঁদের জন্য পক্ষেই রাজনৈতিক রয়েছে পরিবেশ৷ রাজ্যের শাসনে থাকা বিজেপির সঙ্গে তাঁদের লড়াই হবে সেয়ানে সেয়ানে এবং সেই লড়াইয়ে উভয়পক্ষেরই তুরুপের তাস ‘হিন্দুত্ববাদ’৷ যে কংগ্রেস পনেরো বছর আগে ধর্মেরজিগির তোলার বিরোধী ছিল, আসন্ন নির্বাচনে সেই হাতিয়ারই গেরুয়াপন্থী বিজেপির বিরুদ্ধে ব্যবহার করছে তাঁরা এবং হিন্দুত্বের ধ্বজা উড়িয়েই আগামীদিনে মধ্যপ্রদেশে প্রচারে ঝড় তুলতে চলেছেন ‘ভক্ত’ রাহুল গান্ধী৷
[‘টাকার জন্যই হেনস্তার অভিযোগে সরব মহিলারা’]
২০০৩-এ হিন্দুত্ববাদকে মধ্যপ্রদেশের মানুষের সামনে তুলে ধরে বিজেপি৷ মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করা হয় ঘোরতর গেরুয়াপন্থী উমা ভারতীকে৷ কংগ্রেস হাজার চেষ্টা করলেও কোনও ভাবেই সেই গেরুয়া ঝড়কে রোধ করতে পারেনি৷ গদিচ্যুত হন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং৷ ২০০৮-এও একই হাতিয়ারে শান দেয় পদ্ম শিবির৷ ফলও মেলে হাতেহাতে৷ এবার পরিস্থিতি পালটে গিয়েছে৷ হাতে মোক্ষম অস্ত্র পেয়ে গিয়েছে কংগ্রেস৷ বিজেপি যে হিন্দুত্ববাদের বীজবপন করেছে, তাকে সার ও জল দিয়ে বড় করতে শুরু করেছে রাহুল গান্ধীর দল৷
[একদিনের জন্য ব্রিটিশ হাই কমিশনার হলেন এই ভারতীয় তরুণী]
জানা গিয়েছে, আসন্ন মধ্যপ্রদেশ নির্বাচনে ‘ভক্ত’ রাহুল গান্ধীকে সামনে রেখে এবং হিন্দুত্বের ধ্বজা উড়িয়ে প্রচারে নেমেছে কংগ্রেস৷ মধ্যপ্রদেশের বিভিন্ন এলাকায় পোস্টার পড়ছে ‘শিবভক্ত রাহুল’, ‘রামভক্ত রাহুল’ বা ‘নর্মদাভক্ত রাহুল’-এর৷ সূত্রের খবর, উত্তরপ্রদেশ, গুজরাট ও কর্ণাটকের মতো মধ্যপ্রদেশের একাধিক মন্দিরেও ভ্রমণ করতে চলেছেন কংগ্রেস সভাপতি৷ এখানেই শেষ নয়, নির্বাচনী ইস্তাহারে মধ্যপ্রদেশকে ধর্মীয় পীঠস্থান হিসাবে গড়ে তোলার আশ্বাস দিয়েছে কংগ্রেস৷ যদিও কংগ্রেসের এই প্রচার পরিকল্পনাকে একযোগে কটাক্ষ ও আক্রমণ করেছে বিজেপি৷ হিন্দুত্বের প্রতি কংগ্রেসের এই ঝোঁককে তাদের জয় বলেই দেখছে গেরুয়া শিবির৷ দলের শীর্ষ নেতা প্রভাত ঝাঁ বলেন, ”বিজেপি সফল৷ রাহুল গান্ধীকে হিন্দু ধর্মে পরিণত করতে পেরেছে বিজেপি৷ ও (রাহুল) বুঝতে পেরেছে সংখ্যাগরিষ্ঠের সমর্থন ছাড়া নির্বাচনে জয় লাভ সম্ভবপর নয়৷ যদিও এতে আমরা ভয় পাচ্ছি না৷”
The post হিন্দুত্বের ধ্বজা উড়িয়ে মধ্যপ্রদেশে প্রচারে নামছে ‘ভক্ত’ রাহুল appeared first on Sangbad Pratidin.