সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দাক্ষিণাত্যে খুনের রাজনীতি বন্ধ হওয়ার নাম নেই। চলতি মাসেই দক্ষিণ ভারতে একের পর এক নেতা খুনের ঘটনায় শোরগোল পড়েছিল দেশে। সেই তালিকায় এবার নবতম সংযোজন তামিলনাড়ুর এআইএডিএমকের সক্রিয় কর্মী পদ্মনাভন। তামিলনাড়ু-পুদুচেরি সীমান্তবর্তী এলাকায় উদ্ধার হয় তাঁর মৃতদেহ। এই ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিরুপাপুলিয়ার বাসিন্দা পদ্মনাভন একটি দোকান চালাতেন। পাশাপাশি পালানিস্বামীর দল এআইএডিএমকের সক্রিয় কর্মী ছিলেন তিনি। সম্প্রতি, নিজের বাইকে করে তামিলনাড়ুর বাগুর গ্রামের দিকে যাচ্ছিলেন ওই ব্যক্তি। পথে গাড়ি নিয়ে তাঁকে ধাওয়া করে একদল দুষ্কৃতী। বাইকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় তাঁকে। এর পর খুন করা হয়। পদ্মনাভনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি জানা গিয়েছে, মৃতের বিরুদ্ধে একটি খুনের মামলা চলছিল।
তবে প্রাথমিকভাবে পুলিশের ধারণা, পুরানো কোনও শত্রুতার জেরে এই খুন হয়ে থাকতে পারে। তবে ওই ব্যক্তি যেহেতু সক্রিয় রাজনৈতিক কর্মী ছিলেন ফলে এর পিছনে রাজনীতির যোগও এড়িয়ে যাচ্ছে না পুলিশ। এদিকে রিপোর্ট বলছে, চলতি মাসের ৫ জুলাই থেকে দাক্ষিণাত্যে দফায় দফায় রাজনৈতিক নেতা খুনের ঘটনা সামনে এসেছে।
[আরও পড়ুন: জমি বিবাদের জেরে মহিলাকে মার! কালনায় গ্রেপ্তার তৃণমূল নেতা]
গত ৫ জুলাই নিজের বাড়ির সামনে আততায়ীদের হাতে খুন হন তামিলনাড়ুর (Tamil Nadu) বিএসপি প্রধান আর্মস্ট্রং। পরে পুলিশি এনকাউন্টারে নিকেশ হয় আর্মস্ট্রংয়ের হত্যাকারী। এই ঘটনার রেশ কাটার আগেই তামিলনাড়ুতে খুন হন এনটিকে নেতা বালাসুব্রাহ্মণ্যম। সকালে হাঁটতে বেরিয়ে তিনি খুন হন। তবে সম্প্রতি এই খুনের ঘটনায় এখনও পর্যন্ত রাজনৈতিক যোগ স্পষ্ট না হলেও গোটা ঘটনায় উদ্বেগ বাড়ছে।