সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশে নয়, এবার দক্ষিণের রাজ্য কর্নাটকে এনকাউন্টারে খতম নাবালিকাকে খুনের মামলায় অভিযুক্ত যুবক। মাঝ বয়সি ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ ছিল, পাঁচ বছর বয়সি এক নাবালিকাকে তিনি অপহরণ করে ধর্ষণের চেষ্টা করেছিলেন। রবিবার পুলিশের গুলিতে মৃত্যু হল সেই যুবকের। কর্নাটক পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে ধরতে রবিবার কর্নাটকের হুবলি জেলায় অভিযান চালায় পুলিশ। ওই সময় অভিযুক্ত পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানেই মৃত্যু হয়েছে যুবকের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহারের বাসিন্দা বছর পয়ত্রিশের অভিযুক্তের নাম নীতীশ কুমার। তাঁর বিরুদ্ধে অভিযোগ, পাঁচ বছরের নাবালিকাকে অপহরণ করে নির্জন জায়গায় নিয়ে যান তিনি। সেখানে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করেন। নাবালিকার চিৎকারে এলাকাবাসী ছুটে আসতে পারে এই আশঙ্কায় তাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান। এই ঘটনাকে কেন্দ্র করে হুলস্থুল শুরু হয়। স্থানীয় থানায় বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা।
কর্নাটক পুলিশের দাবি, রবিবার সন্ধ্যায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করতে গেলে তিনি পালানোর চেষ্টা করেন। তখন শূন্যে গুলি ছোড়া হয়। এরপরেও পুলিশকে আক্রমণ করে পালানোর চেষ্টা করলে অভিযুক্তকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তাতে গুরুতর আহত হন নীতীশ। দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।