shono
Advertisement

‘এর ফল ভুগতে হবে’, বিমানে প্রস্রাবকাণ্ডে অভিযোগকারিণীকে হুমকি বার্তা অভিযুক্তের বাবার!

জামিন পেয়ে অভিযোগকারিণীকে প্রভাবিত করতে পারেন শঙ্কর, দাবি পুলিশেরও।
Posted: 02:20 PM Jan 12, 2023Updated: 02:21 PM Jan 12, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এয়ার ইন্ডিয়ার (Air India) উড়ানে সহযাত্রীর কম্বলে প্রস্রাবের মতো জঘন্য কাজে অভিযুক্ত শঙ্কর মিশ্র জামিন পাননি গতকাল। দিল্লি পুলিশ (Delhi Police) দাবি করেছিল, শঙ্করকে জামিন দেওয়া হলে অভিযোগকারিণীকে প্রভাবিত করতে পারেন। পালটা যুক্তি দেন শঙ্করের আইনজীবী। যদিও দিল্লির পটীয়ালা হাউস কোর্ট জামিনের আরজি খারিজ করে। এছাড়া শঙ্করের বাবার বিরুদ্ধে হুমকি মেসেজেরও অভিযোগ উঠেছে। অভিযোগকারিণীর আইনজীবী আদালতে জানান, শঙ্কর মিশ্রর বাবা প্রবীণ মহিলাকে মেসেজ করেন, “এর ফল ভুগতে হবে”। যদিও পরে মেসেজ ডিলিট করে দেন।

Advertisement

ঘটনা গত ২৬ নভেম্বরের। নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার উড়ানে মত্ত অবস্থায় এক বয়স্ক মহিলার গায়ে প্রস্রাব করার অভিযোগ ওঠে বহুজাতিক সংস্থার কর্তা শঙ্করের বিরুদ্ধে। মহিলার অভিযোগের ভিত্তিতে ৪ জানুয়ারি শঙ্করের বিরুদ্ধে এফআইআর করে দিল্লি পুলিশ। গত শনিবার তাঁকে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার করা হয়। যদিও শঙ্কর দাবি করেন, ইচ্ছাকৃতি নয়, বরং ঘুমন্ত অবস্থায় এই কাণ্ড ঘটিয়েছেন তিনি। এই মামলাতেই বুধবার জামিন খারিজ হয়েছে শঙ্করের। আদালত জানায়, অভিযুক্ত জঘন্য অসংবেদনশীল কাজ করেছেন। এইসঙ্গে অভিযুক্তের বাবার বিরুদ্ধে নতুন অভিযোগ উঠেছে।

[আরও পড়ুন: রাজ্যের ডিএ মামলায় নতুন বেঞ্চ গঠন সুপ্রিম কোর্টের, শুনানি সোমবার]

ভুক্তভোগী বয়স্ক মহিলার আইনজীবী জানান, তাঁর মক্কলকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। শঙ্করের বাবা মেসেজ করেন, “এর ফল ভুগতে হবে”। যদিও তা ডিলিটি করে দেওয়া হয়। মহিলার অভিযোগ, এভাবে একাধিক মেসেজ করা হচ্ছে তাঁকে এবং মুছে ফেলা হচ্ছে। এটা বন্ধ হওয়া উচিত। মহিলার অভিযোগ, ঘটনার পর শঙ্করের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে মধ্যস্ততার চেষ্টা করে এয়ার ইন্ডিয়া। অন্যদিকে বুধবার আদালতে শঙ্করের জামিনের আবেদনের বিরোধিতা করে দিল্লি পুলিশও। তাদের দাবি, এই মামলার তদন্তে প্রাথমিক স্তরে রয়েছে। ফলে এই মুহূর্তে শঙ্করকে জামিন দিলে অভিযোগকারিণীকে প্রভাবিত করতে পারেন তিনি। পুলিশের তরফে আইনজীবী আদালতে জানান, তদন্তে এখনও পর্যন্ত ১৬৪ জনের বয়ান রেকর্ড করা হয়েছে। শীঘ্রই আরও কয়েক জনের বয়ান নেওয়া হবে।

[আরও পড়ুন: মনুস্মৃতি, রামচরিতমানসের মতো গ্রন্থ সমাজে ঘৃণা ছড়ায়, বিহারের শিক্ষামন্ত্রীর মন্তব্যে বিতর্ক]

পুলিশ আদালতকে জানায়, শঙ্করের মা ও বোন অভিযোগকারিণীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। অভিযোগকারিণীর আইনজীবী অভিযোগ করেন, যেভাবে হুমকি দেওয়া হচ্ছে বয়স্ক মহিলাকে তাতে তিনি বেঙ্গালুরুতে বসবাস করতেও ভয় পাচ্ছেন। অন্যদিকে শঙ্কর মিশ্রর আইনজীবী মনু শর্মার দাবি, ‘‘যৌনইচ্ছায় প্যান্টের চেন খোলেননি আমার মক্কেল। বরং মত্ত হয়ে পড়েছিলেন।’’

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement