সংবাদ প্রতিদিন ডিজিডাল ডেস্ক: শীত পড়তেই দিল্লি-সহ গোটা উত্তর ভারত কুয়াশার আঁধারে। এর জেরে রাজধানীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের একাধিক উড়ান বাতিল কিংবা বিলম্বিত হয়েছে। এই অবস্থায় যাত্রীদের পাশে দাঁড়াল এয়ার ইন্ডিয়া (Air India)। বিমান সংস্থার তরফে জানানো হল, কুয়াশার কারণে বিমান যাত্রায় লম্বা দেরি হলে যাত্রীরা ‘নিখরচায়’ সেই টিকিট বাতিল বা উড়ানের সময় পরিবর্তন করতে পারবেন।
শীতের মরশুমে বরাবর কুয়াশার কাঁটায় বিদ্ধ হয় দিল্লি। সেই সমস্যার কথা মাথায় রেখে গত বছরই যাত্রীদের জন্য ‘এয়ার ইন্ডিয়া ফগকেয়ার’ স্কিম এনেছিল টাটার বিমান সংস্থা। এর অধীনে যে সমস্ত উড়ানের দীর্ঘ বিলম্ব হবে কিংবা বাতিল হবে, সেই উড়ানগুলির যাত্রীরা ‘নিখরচায়’ টিকিট বাতিল বা উড়ানের সময় পরিবর্তন করতে পারবেন। আজ বিমান সংস্থার তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, যাত্রীদের যে কোনও প্রয়োজনে তারা পাশে আছে। প্রতিকূল আবহাওয়ায় যাত্রীদের সুবিধার্থে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।
[আরও পড়ুন: আর্থিক প্রতারণা মামলায় ইডির চার্জশিটে প্রিয়াঙ্কা গান্ধীর নাম! লোকসভার আগে মাথায় হাত কংগ্রেসের]
প্রসঙ্গত, বুধবারের মতো বৃহস্পতিবার ভোরেও ঘন কুয়াশায় দিল্লির দৃশ্যমানতা কার্যত পৌঁছায়। যার জেরে রাস্তায় গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। দেরিতে চলছে ট্রেন। গতকাল বিঘ্নিত হয়েছিল ১১০টির বেশি উড়ান পরিষেবা। এদিন ১৩৪টি উড়ান দেরিতে যাত্রা করে। অন্যদিকে ২২টি ট্রেন দেরিতে ছাড়ে। প্রায় অন্ধ রাস্তাঘাটে ধীরে লয়ে এগোতে দেখা যায় গাড়িগুলিকে। কুয়াশার পাশাপাশি শীতে জবুথবু রাজধানী। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস পৌঁছেছে। শৈত্যপ্রবাহ চলছে গোটা উত্তরভারত জুড়ে।