সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আফগানিস্তানে (Afghanistan) প্রতিরোধের শেষ ঘাঁটি পঞ্জশির দখলের দাবি করেছে তালিবান। যদিও সেই দাবি নস্যাৎ করেছে আহমেদ মাসুদের নেতৃত্বাধীন নর্দার্ন অ্যালায়েন্স বা ‘ন্যাশনাল রেজিট্যান্স ফ্রন্ট’ (NRF)। এহেন পরিস্থিতিতে পঞ্জশিরে তালিবানের ঘাঁটি হামলা চালিয়েছে এক রহস্যময় যুদ্ধবিমান। বিস্ফোরণে নিহত হয়েছে বেশ কয়েকজন জঙ্গি।
[আরও পড়ুন: Taliban Terror: তালিবানের সঙ্গে পঞ্জশিরে হামলা চালাচ্ছে পাক ফৌজ, অভিযোগ আহমেদ মাসুদের]
স্থানীয় সংবাদমাধ্যমে সূত্রে খবর, মঙ্গলবার ভোরে পঞ্জশিরে তালিবানের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় এক রহস্যময় যুদ্ধবিমান। প্রচণ্ড বোমাবর্ষণের ফলে বেশ কয়েকজন জঙ্গি খতম হয়েছে বলেও খবর। তবে এই বিমান কোন ফৌজের বা কোথা থেকে এসেছে তা এখনও স্পষ্ট নয়। বলে রাখা ভাল, পাক বিমানবাহিনী এবং তালিবানের হামলায় পঞ্জশির উপত্যকার জনবসতিগুলি হাতছাড়া হয়েছে মাসুদ বাহিনীর। তবে তাজিক যোদ্ধারা হিন্দুকুশের দুর্গম পাহাড়ি এলাকা নিয়ন্ত্রণে রেখেছেন বলে খবর। সেখান থেকে তালিবান বাহিনীর বিরুদ্ধে দীর্ঘকালীন গেরিলা যুদ্ধও চালাতে পারেন তিনি।
প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশের মতে, বিমানটি পাক বায়ুসেনার হতে পারে। মাসুদের ঘাঁটিতে হামলা চালাতে গিয়ে ভুল করে তালিবানের ডেরায় বোমাবর্ষণ করে ফেলে সেটি। তবে অনেকেই আবার মনে করছেন, যুদ্ধ[পতি আহমেদ মাসুদকে গোপনে মদত দিচ্ছে তাজিকিস্তান। ফলে তাজিক বায়ুসেনাও এই হামলা চালিয়ে থাকতে পারে।
উল্লেখ্য, প্রায় মাসখানেকের লড়াইয়ের পর গতকাল বা সোমবার পঞ্জশির দখল করার কথা ঘোষণা করে তালিবান (Taliban)। শুধু তাই নয়, তালিবানের দাবি, পঞ্জশিরে প্রতিরোধ বাহিনীর অন্যতম নেতা আহমেদ মাসুদের বাড়িরও দখল নিয়েছে তারা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও ভাইরাল হয়েছে। তালিবানের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ দাবি করে, “আফগানিস্তানের শেষ প্রদেশ হিসাবে পঞ্জশির এখন আমাদের দখলে। গোটা আফগানিস্তানেরই দখল নিয়েছে তালিবান।” যদিও এই দাবির পাল্টা নর্দার্ন অ্যালায়েন্স জানিয়েছে, মিথ্যা দাবি করছে তালিবান। ‘ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্স অফ আফগানিস্তান’-এর টুইট, ‘তালিবানের পঞ্জশির দখলের দাবি মিথ্যা। এখনও সেখানে প্রতিরোধ বাহিনী রয়েছে। আমরা লড়াই করছি। আমরা আফগানদের প্রতিশ্রুতি দিচ্ছি, যত দিন না স্বাধীনতা ও নিজেদের অধিকার ফিরে পাব ততদিন লড়াই চলবে।’