সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতী এয়ারটেলের কর্ণধার সুনীল মিত্তলের নিশানায় রিলায়েন্স জিও। ফ্রি-তে ইন্টারনেট পরিষেবা দেওয়ায় জিও-র উপর ব্যাপক চটেছেন মিত্তল। টেলিকম ট্রাইবুনালে জিও-র বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এয়ারটেল। মিত্তল বলেছেন, “ট্রাই, ট্রাইবুনালের কাছে আমরা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছি।”
(মাত্র ৯৯৯ টাকায় 4G ফোন আনছে Reliance Jio)
শিল্পপতি মুকেশ অম্বানির সংস্থা রিলায়েন্স জিও-র দেশের টেলিকম মার্কেটে যেন বিপ্লব এনে দিয়েছে। অধিকাংশ ইউজারই এখন জিও-র দিকে ঝুঁকেছেন। এই পরিস্থিতিতে এয়ারটেল কর্ণধার মেজাজ হারিয়ে ফেলেছেন, এমনটাই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।
একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মিত্তল মন্তব্য করেন, “ফ্রি-তে পরিষেবা দেওয়ার এখন দেশের বাজারে একটি অসম প্রতিযোগিতা চলছে। ফ্রি পরিষেবা দেওয়া ঠিক নয়।” তাঁর মতে, টেলিকম ইন্ড্রাস্ট্রি এই মুহূর্তে জিও-র আঘাতে রক্তাক্ত।
(লিমিট পেরিয়ে গেলেও কীভাবে হাই স্পিড ডেটা পাবেন Jio-তে?)
জিও-র মোকাবিলায় প্রায় ৯০০০ টাকার ফোর-জি ডেটা বিনামূল্যে দিচ্ছে। ভোডাফোন, আইডিয়ার মতো সংস্থাও গ্রাহককে ফ্রি ডেটা দিচ্ছে। কিন্তু জিও-র হ্যাপি নিউ ইয়ার অফারের কাছে সেই সব অফার যেন নেহাত শিশু। ৩১ মার্চ পর্যন্ত জিও গ্রাহকরা প্রতিদিন ১ জিবি করে হাই স্পিড ফোর-জি ডেটা, আনলিমিটেড রিচ ভয়েস কল করার সুযোগ পাবেন। তাই আবার একেবারে বিনামূল্যে।
(3G ফোনে কীভাবে ব্যবহার করবেন Reliance Jio সিম?)
The post Jio-র আগ্রাসন ঠেকাতে কী পদক্ষেপ নিচ্ছে এয়ারটেল? appeared first on Sangbad Pratidin.