shono
Advertisement

Jio-র আগ্রাসন ঠেকাতে কী পদক্ষেপ নিচ্ছে এয়ারটেল?

কেন এত রাগ? The post Jio-র আগ্রাসন ঠেকাতে কী পদক্ষেপ নিচ্ছে এয়ারটেল? appeared first on Sangbad Pratidin.
Posted: 07:03 PM Jan 16, 2017Updated: 01:44 PM Jan 16, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতী এয়ারটেলের কর্ণধার সুনীল মিত্তলের নিশানায় রিলায়েন্স জিও। ফ্রি-তে ইন্টারনেট পরিষেবা দেওয়ায় জিও-র উপর ব্যাপক চটেছেন মিত্তল। টেলিকম ট্রাইবুনালে জিও-র বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এয়ারটেল। মিত্তল বলেছেন, “ট্রাই, ট্রাইবুনালের কাছে আমরা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই অভিযোগ জানিয়েছি।”

Advertisement

(মাত্র ৯৯৯ টাকায় 4G ফোন আনছে Reliance Jio)

শিল্পপতি মুকেশ অম্বানির সংস্থা রিলায়েন্স জিও-র দেশের টেলিকম মার্কেটে যেন বিপ্লব এনে দিয়েছে। অধিকাংশ ইউজারই এখন জিও-র দিকে ঝুঁকেছেন। এই পরিস্থিতিতে এয়ারটেল কর্ণধার মেজাজ হারিয়ে ফেলেছেন, এমনটাই মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে মিত্তল মন্তব্য করেন, “ফ্রি-তে পরিষেবা দেওয়ার এখন দেশের বাজারে একটি অসম প্রতিযোগিতা চলছে। ফ্রি পরিষেবা দেওয়া ঠিক নয়।” তাঁর মতে, টেলিকম ইন্ড্রাস্ট্রি এই মুহূর্তে জিও-র আঘাতে রক্তাক্ত।

(লিমিট পেরিয়ে গেলেও কীভাবে হাই স্পিড ডেটা পাবেন Jio-তে?)

জিও-র মোকাবিলায় প্রায় ৯০০০ টাকার ফোর-জি ডেটা বিনামূল্যে দিচ্ছে। ভোডাফোন, আইডিয়ার মতো সংস্থাও গ্রাহককে ফ্রি ডেটা দিচ্ছে। কিন্তু জিও-র হ্যাপি নিউ ইয়ার অফারের কাছে সেই সব অফার যেন নেহাত শিশু। ৩১ মার্চ পর্যন্ত জিও গ্রাহকরা প্রতিদিন ১ জিবি করে হাই স্পিড ফোর-জি ডেটা, আনলিমিটেড রিচ ভয়েস কল করার সুযোগ পাবেন। তাই আবার একেবারে বিনামূল্যে।

(3G ফোনে কীভাবে ব্যবহার করবেন Reliance Jio সিম?)

The post Jio-র আগ্রাসন ঠেকাতে কী পদক্ষেপ নিচ্ছে এয়ারটেল? appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement