shono
Advertisement

Breaking News

২৫৯ টাকায় ১০ জিবি ফোর-জি ডেটা দিচ্ছে Airtel

দারুন অফার! The post ২৫৯ টাকায় ১০ জিবি ফোর-জি ডেটা দিচ্ছে Airtel appeared first on Sangbad Pratidin.
Posted: 01:12 AM Oct 20, 2016Updated: 07:42 PM Oct 19, 2016

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশের বৃহত্তম টেলিকম সার্ভিস প্রোভাইডার ভারতী এয়ারটেল নয়া ফোর-জি হ্যান্ডসেট ক্রেতাদের জন্য নিয়ে এল নতুন ইন্টারনেট অফার৷

Advertisement

সংস্থা এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, নতুন ফোর-জি হ্যান্ডসেট কিনলে ক্রেতারা এক জিবি ফোর-জি/থ্রি-জি ডেটার দামে আরও ৯ জিবি ডেটা পাবেন৷ ২৫৯ টাকার বিনিময়ে ১ জিবি ডেটা সঙ্গে সঙ্গে পাওয়া যাবে৷ বাকি ৯ জিবি ডেটা ‘মাই এয়ারটেল অ্যাপ’ ডাউনলোড করে পাওয়া যাবে৷ ওই ডেটার ভ্যালিডিটি থাকবে ২৮ দিন৷ পরপর তিনবার রিচার্জের উপর এই বিশেষ অফারটি পাওয়া যাবে৷

প্রাথমিক পর্যায়ে গুজরাত, ছত্তিশগড় ও মধ্যপ্রদেশে এই অফার চালু হলেও এখন দেশজুড়ে সবকটি রাজ্যে এই অফার পাওয়া যাবে৷ এমনকী, যে কোনও ফোর-জি হ্যান্ডসেটে মিলবে এই অফার, এমনটাই জানিয়েছে সংস্থাটি৷

ভারতী এয়ারটেল-এর মার্কেট অপারেশনের ডিরেক্টর অজয় পুরি জানিয়েছেন, “ভারতে ফোর-জি নেটওয়ার্কের জনক এয়ারটেল৷ টেক-স্যাভি গ্রাহকদের এয়ারটেল ফোর-জির দুর্দান্ত স্পিডের অভিজ্ঞতা দিতেই আমাদের এই নয়া অফার৷ ” সম্প্রতি ‘মাই এয়ারটেল অ্যাপ’-এর এয়ারটেল অ্যাপস বিভাগকে ঢেলে সাজিয়েছে সংস্থাটি৷ অ্যাপ-এই মিলবে লাভ টিভি, হাইক মেসেঞ্জার, এয়ারটেল মানি-সহ একগুচ্ছ পরিষেবা৷

The post ২৫৯ টাকায় ১০ জিবি ফোর-জি ডেটা দিচ্ছে Airtel appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement