shono
Advertisement

এবার নিজের ছবিতে গানও গাইবেন ঐশ্বর্য রাই বচ্চন

রাকেশ ওমপ্রকাশ মেহেরার পরবর্তী ছবিতে একসঙ্গে অনিল কাপুর-ঐশ্বর্যা রাই বচ্চন। The post এবার নিজের ছবিতে গানও গাইবেন ঐশ্বর্য রাই বচ্চন appeared first on Sangbad Pratidin.
Posted: 07:39 PM Jun 29, 2017Updated: 03:54 PM Jun 29, 2017

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডে এখন নায়িকারাই হয়ে উঠছেন গায়িকা। এটাই এখন নতুন ট্রেন্ড। নিজের প্রায় সব ছবিতেই যে কোনও একটি গান গাইতে দেখা যায় আলিয়া ভাটকে। পিছিয়ে নেই  শ্রদ্ধা কাপুরও। নয় নয় করে তিনিও বেশ কয়েকটি ছবিতে গান গেয়ে ফললেন। সম্প্রতি ‘মেরি পেয়ারি বিন্দু’ ছবিতে গায়িকা হিসাবে ডেবিউ করেছেন পরিণীতি চোপড়া। তবে এঁরা সবাই নতুন প্রজন্মের নায়িকা। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে যাঁর নাম তিনি অবশ্য তাঁদের থেকে এক প্রজন্ম আগের। তিনি ঐশ্বর্য রাই বচ্চন। ঘরকন্যা সামলে চুটিয়ে কাজ করছেন বলিউডে। মাঝখানে কিছুদিন বিরতি নিলেও আবারও স্বমহিমায় ফিরে এসেছেন বিশ্বসুন্দরী। নতুন প্রজন্মের সঙ্গে সমানে সমানে পাল্লা দিয়ে করে চলেছেন একের পর এক ছবি। বলিউডে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তিনি। তাই সময়ের সঙ্গে তাল মিলিয়ে এবার অভিনয়ের পাশাপাশি প্লেব্যাক করতে চলেছেন রাইসুন্দরী।

Advertisement

[ছবির প্রচারে ওয়ার্ল্ড ট্যুরে রজনীকান্ত আর অক্ষয়]

রাকেশ ওমপ্রকাশ মেহেরার আগামী ছবি ‘ফান্নে খান’ আদতে মিউজিকাল কমেডি। এই ছবিতে ১৭ বছর পর একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে অনিল কাপুর ও ঐশ্বর্য রাই বচ্চনকে। ছবিতে বেশিরভাগ দৃশ্যেই তাঁরা রয়েছেন একসঙ্গে। কিন্তু তাঁদের মধ্যে কোনও প্রেমের সম্পর্ক নেই। তবে চমক রয়েছে আরও। এই ছবিতেই প্রথমবার গান গাইবেন ঐশ্বর্য। এর আগে সে অর্থে কোনও ছবিতেই গান গাইতে শোনা যায়নি তাঁকে। তাই এই ছবির দিকে তাকিয়ে তাঁর ফ্যানেরা। এমনকী এই ছবিতে একেবারে অন্য অবতারে দেখা যাবে রাইসুন্দরীকে। এর আগে ‘জসবা’ ও ‘সরবজিৎ’-এ  যে ধরনের সিরিয়াস চরিত্রে দেখা গেছে তাঁকে, এখানে একেবারে বিপরীত চরিত্রে অভিনয় করবেন অ্যাশ। এই ছবির মুখ্য চরিত্র তিনি, যে বেশি কথা বলতে ভালবাসেন। ‘ফান্নে খান’ আসলে ২০০০ সালের ডাচ ছবি ‘এভরিবডি ফেমাস’-এর রিমেক। যদিও সেই প্লটে বেশ খানিক টুইস্ট আনতে চলেছেন পরিচালক। আগামী আগস্টে শুরু হবে ছবির শুটিং।

[মুসলিম হয়ে পরনে শাড়ি কেন, সোশ্যাল মিডিয়ায় ট্রোলড সোহা]

The post এবার নিজের ছবিতে গানও গাইবেন ঐশ্বর্য রাই বচ্চন appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement