shono
Advertisement

কাদামাখা মাঠে পায়ে ফুটবল, আবেগ উসকে দিল অজয়ের ‘ময়দান’-এর প্রথম ঝলক

‘ময়দান’-এ ফুটবল পায়ে কবে দেখা যাবে অজয়কে? জেনে নিন। The post কাদামাখা মাঠে পায়ে ফুটবল, আবেগ উসকে দিল অজয়ের ‘ময়দান’-এর প্রথম ঝলক appeared first on Sangbad Pratidin.
Posted: 03:07 PM Jan 28, 2020Updated: 03:07 PM Jan 28, 2020

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুক্তির পর থেকেই অজয় দেবগন অভিনীত ‘তানহাজি’ বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে। এমনকী, সর্বোচ্চ রেকর্ড গড়া ছবি শাহিদ কাপুর অভিনীত ‘কবীর সিং’-এর সমস্তরকম রেকর্ডকেও ভেঙে দিয়েছে। বছরের প্রথম ব্লকবাস্টার। এর মাঝেই সাধারণতন্ত্র দিবসের পর একদিনের মাথায় দর্শকদের দিলেন নয়া উপহার। ফুটবলের আবেগকে উসকে দিয়েই প্রকাশ্যে আনলেন ‘ময়দান’-এর প্রথম ঝলক। যে ছবির মুখ্য চরিত্র কিংবদন্তী রহিম সাহেবের ভূমিকায় অভিনয় করেছেন অজয় দেবগন। পাশাপাশি জানান দিলেন কবে মুক্তি পাচ্ছে ছবি।

Advertisement

কর্দমাক্ত ময়দান। পায়ে ফুটবল। তৎকালীন ফুটবলের পোশাকে দাঁড়িয়ে রয়েছেন খেলোয়াররা। সেরকমই দেখা গিয়েছে নয়া টিজার পোস্টারে। ভারতীয় ফুটবলের স্বর্ণযুগ, ১৯৫১-১৯৬২, ঠিক যেই সময় পায়ে বল নিয়ে ময়দানে দৌড়ে বেড়াতেন দোর্দণ্ডপ্রতাপ সৈয়দ আবদুল রহিম, সেই ঐতিহাসিক পিরিয়ডকেই সিনেম্যাটিক ফরম্যাটে সিনেপ্রেমীদের কাছে তুলে ধরতে চলেছেন পরিচালক অমিত শর্মা। সেসময়ে ভারতীয় ফুটবল যে উচ্চতায় পৌঁছেছিল, নিঃসন্দেহে তার অন্যতম কাণ্ডারি ছিলেন রহিম সাহেব। আধুনিক ভারতীয় ফুটবলের রূপকার হিসেবেও তাঁর নামোল্লেখ করা যায়।

[আরও পড়ুন: ‘জোর করে অশ্লীল ভিডিও দেখাতেন’, গণেশ আচার্যর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলা সহকর্মীর]

১৯৫২ সালে হেলসিঙ্কি অলিম্পিক্সে যুগোস্লাভিয়ার কাছে দশ গোল খেয়েছিল ভারত। পরাজিত এক টিম কীভাবে ঘুরে দাঁড়াল, সেই টুইস্টই এই ছবির প্রতিপাদ্য বিষয়। ঘুরে দাঁড়ানোর জন্য রহিম সাহেব কীভাবে স্ট্র্যাটেজি সাজালেন, সেই গল্পই তুলে ধরা হবে পর্দায়। আর সেই খ্যাতনামা ক্রীড়া ব্যক্তিত্ব রহিম সাহেবের চরিত্রেই ময়দানে ফুটবলার পায়ে নিয়ে দৌড়তে দেখা যাবে অজয় দেবগনকে। মুক্তি পাচ্ছে আগামী নভেম্বরের ২৭ তারিখে।

ছবিতে অজয়ের দেবগনের পাশাপাশি এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন খ্যাতনামা বাঙালি অভিনেতা রুদ্রনীল ঘোষ। রয়েছেন আরিয়ান ভৌমিক এবং চৈতি ঘোষালের ছেলে অমর্ত্যও। শোনা গিয়েছে, রহিম সাহেবের চরিত্রে অভিনয়ের জন্য নাকি কম কসরত করেননি অজয় দেবগন। নিয়মিত প্রশিক্ষণ নিয়েছেন। গতবছর নভেম্বরের শেষ সপ্তাহে ছবির শুটিংয়ে কলকাতায় এসেছিল গোটা ‘ময়দান’ টিম। শুটিং হয়েছে শহর তিলোত্তমার বেশ কিছু জায়গায় এবং চন্দননগরে। 

[আরও পড়ুন: হাসপাতালে ভরতি ‘মিশন মঙ্গল’ ছবির পরিচালক জগন শক্তি, অবস্থা সংকটজনক ]

The post কাদামাখা মাঠে পায়ে ফুটবল, আবেগ উসকে দিল অজয়ের ‘ময়দান’-এর প্রথম ঝলক appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement