shono
Advertisement

Breaking News

পর্দায় ফিরছেন বাজিরাও সিংঘম! কবে মুক্তি পাচ্ছে রোহিত শেট্টির নতুন ছবি?

ছবির নাম 'সিংঘম এগেইন'।
Posted: 10:42 AM Apr 23, 2023Updated: 10:42 AM Apr 23, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আটা মাঝি সটকলি! ফের পর্দায় ফিরছে বাজিরাও সিংঘম। রোহিত শেট্টি ও অজয় দেবগণের হিট জুটির প্রত্যাবর্তনের খবরে স্বাভাবিক ভাবেই উত্তেজিত সিনেপ্রেমীরা। প্রথমে শোনা গিয়েছিল আগামী বছরের দিওয়ালিতে মুক্তি পাবে ছবিটি। তবে এবার জানা গেল, ২০২৪ সালের আগস্টেই পর্দায় দাপাতে দেখা যাবে দোর্দণ্ডপ্রতাপ পুলিশ অফিসার সিংঘমকে। ২০১৪ সালে পর্দায় এসেছিল ‘সিংঘম রিটার্নস’। সেই হিসেবে একদশক পরে ফের তাকে দেখা যাবে পর্দায়। যদিও এর মধ্যে কপ সিরিজের অন্য ছবিগুলিতে অতিথি শিল্পী হিসেবে দেখা গিয়েছিল অজয়কে।

Advertisement

বিখ্যাত ফিল্ম বিশেষজ্ঞ তরণ আদর্শ তাঁর টুইটার হ্যান্ডলে এই সুখবর শেয়ার করেছেন। তারপরই সেটি ভাইরাল হয়ে গিয়েছে। অজয় দেবগণ (Ajay Devgn) ও রোহিত শেট্টির (Rohit Shetty) অনুগামীরা উচ্ছ্বাসে ভেসেছেন নেটদুনিয়ায়। এটাই সিংঘমের (Singham) তৃতীয় ছবি। ছবির নাম ‘সিংঘম এগেইন’। গত জানুয়ারিতে খোদ অজয়ই জানিয়েছিলেন ছবির ব্যাপারে। তবে তখনও বিষয়টা ছিল চিত্রনাট্য শোনার মধ্যেই সীমাবদ্ধ। যদিও তাতেই উত্তেজিত ছিলেন তারকা। ‘বছরের শুরুটা দারুণ হল রোহিত শেট্টির মুখে ‘সিংঘম এগেইনে’র চিত্রনাট্য শোনার মধ্যে দিয়ে। যা চিত্রনাট্য শুনেছি, ঈশ্বর চাইলে এটাই হবে আমাদের ১১তম ব্লকবাস্টার।’

[আরও পড়ুন: যৌনতা আর গোপনীয়তায় ভরা মুঘল হারেম, কেমন ছিল সেই বন্দিনীদের জীবন?]

উল্লেখ্য, বলিউডে ‘কপভার্স’ নিয়ে এসেছেন রোহিতই। যার শুরুটা হয়েছিল অজয়কে দিয়েই। পরে একে একে রণবীর সিং, অক্ষয় কুমারও খাকি পোশাকে ঝড় তুলেছেন পর্দায়, যথাক্রমে সিম্বা ও সূর্যবংশীর রূপে। এবার অপেক্ষা শুরু হল সেই পুলিশবিশ্বের নয়া ছবির।

[আরও পড়ুন: একসঙ্গে ৬০ পুরসভায় নিয়োগের দায়িত্বে অয়নের সংস্থা, নেপথ্যে কার হাতযশ? খুঁজছে CBI]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement