সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবারই জানা গিয়েছিল, মহারাষ্ট্রের শাসকজোট বিজেপি, শিব সেনা (একনাথ শিণ্ডে গোষ্ঠী), এনসিপির (অজিত পওয়া গোষ্ঠী) মধ্যে আসন রফা হয়েছে। এর পর বুধবার ৩৮ প্রার্থীর প্রথম তালিকা প্রকাশ করে দিল এনসিপি। দলের শীর্ষ নেতা অজিত পওয়ার প্রার্থী হচ্ছেন বারামতিতে।
গতবার জয়ী ২৬ জন বিধায়কে এবারও প্রার্থী করল এনসিপি। এদের মধ্যে কংগ্রেস থেকে এনসিপিতে যোগ দেওয়া দুই বিধায়ক সুলভা খোড়কে দাঁড়াবেন তাঁর পুরনো কেন্দ্র অমরাবতীতে, হিরামন খোসকরও দাঁড়াবেন নিজের কেন্দ্র ইগাতপুরীতে। অন্যদিকে প্রবীণ এনসিপি নেতা ছগন ভুজবল প্রার্থী হচ্ছেন ইয়ালা কেন্দ্রে, ভারা গাভিত মনোনয়ন জমা দেবেন নাভাপুরে। বিধানসভার সহ-অধ্যক্ষ নরহরি জিরওয়াল দাঁড়াবেন দিনদোরিতে, প্রাক্তন মন্ত্রী রাজকুমার বাদোলে অর্জুনি-মোরগাও বিধানসভায় প্রার্থী হবেন।
২৮৮ আসন রয়েছে মহারাষ্ট্র বিধানসভায়। সূত্রের খবর, ১৫২-১৫৫টি আসন প্রার্থী দেবে বিজেপি। একনাথ শিণ্ডের শিব সেনা ৭৮-৮০টি আসনে প্রার্থী দেবে, অজিত পওয়ার গোষ্ঠীর শিব সেনা ৫২ থেকে ৫৪টি আসনে প্রার্থী দিতে চলেছে। জানা গিয়েছে, দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাড়িতে আসন বণ্টনের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। উল্লেখ্য, বিজেপি ইতিমধ্যে ৯৯ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। এবার এনসিপি ২৮ প্রার্থীর প্রথম তালিকা ঘোষণা করল। উল্লেখ্য, ২৮৮ আসনের মহারাষ্ট্র বিধানসভায় আগামী ২০ নভেম্বর এক দফায় ভোট। ২৩ নভেম্বর ফল ঘোষণা হবে।