সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: "আপনার আঙুলের ছাপ বা চাপ জীবনে অনেক কিছু বদলে দিতে পারে। আজ সেই ক্ষমতার উৎসবে আপনাদের শুভেচ্ছা...", আমজনতাকে ভোট উৎসবে যোগ দেওয়ার আর্জি জানিয়েও নিজেরাই ভোট দিতে পারলেন না সিনেপর্দার আসন্ন 'অযোগ্য' জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা। 'ইন্ডাস্ট্রি' মুম্বইতে আর মার্কিন মুলুকে 'টলি ক্যুইন'।
দেড় মাসব্যাপী লোকসভা নির্বাচনের অন্তিমদফায় গণতন্ত্রের উৎসবে শামিল সিংহভাগ টলিউড তারকারাই। সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে বাংলা সিনে ইন্ডাস্ট্রির সেলেবরা ভিড় জমিয়েছেন নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিতে। দেব-রুক্মিণী, আবির চট্টোপাধ্যায়, নুসরত জাহান, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৌরভ-দর্শনা থেকে গৌরব-রিধিমাদের বুথে লাইন দিয়ে ভোট দিতে দেখা গিয়েছে। নবীন প্রজন্মও ততোঝিক উৎসাহ নিয়ে পরিবর্তনের আশায় নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। সকালে শাশুড়িকে হারিয়ে দুপুরেই ভোট দিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়। এমনকী স্ত্রী মোহনার সঙ্গে ভোটচিহ্ন নিয়ে হাসিমুখে বুথের বাইরে ছবি তুলেছেন সুপারস্টার জিৎও। কিন্তু খোদ ইন্ডাস্ট্রিই কিনা অনুপস্থিত গণতন্ত্রের উৎসবে! পয়লা জুন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের গড়হাজিরা কিন্তু আলাদা করে নজর কাড়ল। এদিকে 'টলি ক্যুইন' বর্তমানে মার্কিন মুলুকে। সেই জন্য ভোট দেওয়া আর হল না তাঁরও।
[আরও পড়ুন: ‘৪ তারিখ ভ্যানিশ করে দেব’, ভোট দিতে গিয়ে হুমকির মুখে অনীক দত্ত, লাইভে বিস্ফোরক পরিচালক]
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বর্তমানে মুম্বইতে কাজের সূত্রে রয়েছেন। সকালে সেখান থেকে অপারশক্তি খুরানার সঙ্গে ছবিও শেয়ার করেছেন 'ইন্ডাস্ট্রি'। ওদিকে ঋতুপর্ণা সেনগুপ্তও মার্কিন মুলুকে রয়েছেন ব্যক্তিগত কাজে। এদিকে জানা গিয়েছে, শাশ্বত চট্টোপাধ্যায়ও বর্তমানে শুটিংয়ের কাজে বাংলার বাইরে ব্যস্ত। তাই ভোট দিতে আসতে পারেননি। ছোটপর্দার জনপ্রিয় তারকাদম্পতি নীল-তৃণা এই মুহূর্তে শৈলশহরে রয়েছেন। সেখান থেকে ভোট দিতে আসতে পারেননি। উল্লেখ্য, বলিউড সেলেবরা যেখানে বিদেশ থেকে মুম্বইতে উড়ে এসে নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নিয়েছেন। সেখানে টলিউডের প্রথম সারির তারকারা কিন্তু এক্ষেত্রে পিছিয়েই পড়লেন।