shono
Advertisement

Breaking News

‘ফাইনাল লখনউয়ে হলে বিষ্ণুর আশীর্বাদে ভারতই জিতত’, এবার বিজেপিকে খোঁচা অখিলেশের

'অপয়া' মোদির জন্যই হেরেছে ভারত', এর আগে বলেছিলেন রাহুল।
Posted: 11:11 AM Nov 22, 2023Updated: 01:21 PM Nov 22, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপ ফাইনালে ভারতের হারের কারণ হিসেবে মোদির নাম করে খোঁচা মারতে দেখা গিয়েছিল রাহুল গান্ধীকে। কংগ্রেস নেতার পর এবার সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবকেও বিশ্বকাপ ফাইনালের প্রসঙ্গে কটাক্ষ করতে দেখা গেল বিজেপিকে।

Advertisement

উত্তরপ্রদেশের ইটাওয়ায় এক জনসভায় ভাষণ দেওয়ার সময় ওই প্রসঙ্গ তোলেন অখিলেশ (Akhilesh Yadav)। তাঁর দাবি, ফাইনাল ম্যাচ (World Cup final) যদি আহমেদাবাদে না হয়ে লখনউয়ে হত তাহলেই টিম ইন্ডিয়া জিতত। কেননা তারা ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেত। আশীর্বাদ পেত দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীরও।

[আরও পড়ুন: উত্তরকাশীর শ্রমিকদের কাছে পৌঁছল পোলাও-মটর পনির, উদ্ধারের লক্ষ্যে তৈরি হচ্ছে নয়া টানেল]

অখিলেশের কথায়, ”ম্যাচটা যদি গুজরাটে না হয়ে লখনউয়ে হত তাহলে ওরা (টিম ইন্ডিয়া) অনেকের আশীর্বাদ পেত। এখানে খেলা হলে ভগবান বিষ্ণুর আশীর্বাদ মিলত। পাওয়া যেত অটলবিহারী বাজপেয়ীর আশীর্বাদও। আর তাহলেই ভারত জিতে যেত।” প্রসঙ্গত, লখনউয়ের ক্রিকেট স্টেডিয়ামটির নাম একানা স্টেডিয়াম। বিষ্ণুরই অপর নাম একানা অনুসারেই এই নামকরণ। উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির সরকার এই স্টেডিয়াম তৈরি করেছিল।

এদিকে, মঙ্গলবারই ফাইনালের হার নিয়ে মোদিকেই কাঠগড়ায় তুলেছিলেন রাহুল। রাজস্থানের জালোরে এক জনসভায় মজাচ্ছলে তিনি বলেন, ”আমাদের ছেলেরা ভালোই খেলছিল। বিশ্বকাপও জিতে যেত। কিন্তু ওই ‘অপয়া’ সব নষ্ট করে দিল।” নিজের ভাষণে মোদির নাম নেননি প্রাক্তন কংগ্রেস সভাপতি। কিন্তু তাঁর নিশানা যে মোদিই, সেসম্পর্কে নিশ্চিত ওয়াকিবহাল মহল। এবার অখিলেশও খোঁচা দিলেন গেরুয়া শিবিরকে।

[আরও পড়ুন: ন্যাশনাল হেরাল্ড মামলায় ৭৫২ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত ইডির, চাপে গান্ধীরা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement