সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রযোজক করণ জোহরের(Karan Johar) সদ্য রিলিজ ছবি জিগরা বক্সঅফিসে মুখ থুবরে পড়েছে। আলিয়ার মতো অভিনেত্রী থেকেও জিগরা কপালের ফ্লপ তকমা। অন্যদিকে, শোনা যাচ্ছে, লোকসানের কারণে করণ নাকি তাঁর প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের সিংহভাগ শেয়ার বিক্রি করতে চলেছেন। তবে এতসব খবরের মাঝে হঠাৎই চমক দিলেন করণ জোহর। লোকসানের মধ্যে থেকেও নতুন ছবির ঘোষণা দিলেন। যার স্টারকাস্ট চমকে দেওয়ার মতো।
বিষয়টা একটু বিশদে বলা যাক। সোশাল মিডিয়ায় করণ জোহর ঘোষণা করলেন তাঁর নতুন ছবির খবর। যে ছবি ব্রিটিশ ভারতের আইনজীবী ও রাষ্ট্রনায়ক চেত্তুর শঙ্করন নায়ারের জীবন নিয়ে তৈরি হচ্ছে। ১৮৯৭ সালে কংগ্রেসের অমরাবতী অধিবেশনে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সর্বকনিষ্ঠ সভাপতি ছিলেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মালয়ালি সভাপতি ছিলেন। কংগ্রেসের সভাপতি হিসাবে তার প্রথম বক্তৃতায়, তিনি ভারতীয় জনগণকে ইংল্যান্ডে ব্রিটিশ নাগরিকদের দ্বারা ভোগ করা ভারতে সমস্ত অধিকার সুরক্ষিত করতে উত্সাহিত করেছিলেন। এই ছবির মূল চরিত্রে রয়েছেন অক্ষয় কুমার। এছাড়াও রয়েছে আর মাধবন, অনন্যা পাণ্ডে। ছবির পরিচালক করণ সিং ত্যাগী। ২০২৫ সালের মার্চ মাসে মুক্তি পাবে এই ছবি।
প্রসঙ্গত, করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশনের সিংহভাগ শেয়ার নাকি কিনতে চলেছে রিলায়েন্স! সূত্রের খবর, এই নিয়ে নাকি গোপন বৈঠকেও বসেছিলেন মুকেশ আম্বানি ও করণ জোহর(Karan Johar)। তবে এই নিয়ে এখনও পর্যন্ত অফিসিয়াল মন্তব্য পাওয়া যায়নি রিলায়েন্স বা ধর্মা প্রোডাকশনের তরফ থেকে।
সম্প্রতি করণ তাঁর সোশাল মিডিয়ায় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন। যেখানে তিনি জানিয়েছেন, ছবির তারকাখচিত প্রিমিয়ার তিনি আর করছেন না। এমনকী, এই সিদ্ধান্ত নেওয়ার জন্য বলিউড এবং সাংবাদিকদের কাছে ক্ষমাও চেয়েছেন করণ জোহর। বলিউডের একাংশ মনে করছেন, করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশন লোকসানের মুখ দেখে। আর সেই কারণেই ব্যয়বহুল প্রিমিয়ার থেকে পিছপা হয়েছেন করণ। আবার রটেছে, করণ নাকি লোকসানের কারণে প্রযোজনা সংস্থার সিংহভাগ শেয়ার বিক্রি করতে চলেছেন। তবে এই নিয়ে এখনও পর্যন্ত কোনও অফিসিয়াল মন্তব্য পাওয়া যায়নি করণের তরফ থেকে।
১১ অক্টোবর মুক্তি পেয়েছে করণ জোহর প্রযোজিত ‘জিগরা’। এই ছবির একটি বড় অংশ জুড়ে রয়েছে বাস্কেটবল খেলার অংশ এবং মারকাটারি অ্যাকশন সিকোয়েন্স। যেখানে দুর্ধর্ষ অবতারে দেখা গিয়েছে আলিয়াকে। এই ছবির রিলিজের আগেই তারকাখচিত প্রিমিয়ার নাকচ করেছিলেন করণ। তবে বক্স অফিস রিপোর্ট বলছে, করণের এই ছবি বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারছে না। ছবিতে আলিয়ার অভিনয়ের প্রশংসা হলেও, জিগরা কিন্তু বেশ মধ্যমানের ছবি। এই ছবির হাত ধরে যে করণ ফের লোকসানের মুখ দেখছেন, তা কিন্তু বেশ স্পষ্ট। এরই মাঝে ধর্মা প্রোডাকশনের শেয়ার বিক্রি হওয়ার খবরে রীতিমতো বলিপাড়ায় হইচই।