সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শাহরুখ খানের ‘জওয়ান’ যখন দাপটে ব্যাটিং করছে, তখন নিজের ছবির ঝলক প্রকাশ্যে নিয়ে এলেন অক্ষয় কুমার। মুক্তি পেল বহু প্রতীক্ষিত ‘মিশন রানিগঞ্জ’-এর টিজার (Mission Raniganj Teaser)। যা দেখে অক্ষয়ের অনুরাগীরা ইতিমধ্যেই উত্তেজনায় ফুটছেন।
উল্লেখ্য, ১৯৮৯ সালে রানিগঞ্জের কয়লাখনিতে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়া মানুষগুলোর ত্রাতা হয়েছিলেন মাইনিং ইঞ্জিনিয়ার যশবন্ত সিং। তার চরিত্রেই দেখা যাবে অক্ষয় কুমারকে। টিজারেও দেখা গেল তাঁর চরিত্রের ঝলক। কীভাবে সেই দুর্ঘটনা থেকে খনিতে কাজ করা বহু শ্রমিককে বাঁচিয়েছিলেন যশোবন্ত, ঝলকে সেই স্ট্র্যাটেজির খানিকটাও তুলে ধরলেন বলিউডের খিলাড়ি।
২০২২ সালের নভেম্বর মাসেই শোনা গিয়েছিল যে, বাংলার রানিগঞ্জের কয়লাখনিতে ১৯৮৯ সালে ঘটে যাওয়া এক ভয়াবহ দুর্ঘটনা অবলম্বনে সিনেমা করছেন অক্ষয় কুমার (Akshay Kumar)। যেখানে মাইনিং ইঞ্জিনিয়ার যশোবন্ত সিংয়ের চরিত্রে দেখা যাবে অভিনেতাকে। সেই সিনেমার নাম গোড়ায় ‘ক্যাপসুল গিল’ রাখা হলেও পরে পরিবর্তন করে ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ইন্ডিয়ান রেসকিউ’ রাখা হয়। তবে ইন্ডিয়া-ভারত নাম তরজার মধ্যেই বড় সিদ্ধান্ত নিয়ে আবারও ছবির নাম বদলে ফেলে ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ’ রেখেছেন অক্ষয় কুমার।
[আরও পড়ুন: শুধু শাহরুখের জন্য, ‘জওয়ান’ দেখতে দল বেঁধে কলকাতার প্রেক্ষাগৃহে অ্যাসিড আক্রান্ত মহিলারা]
প্রসঙ্গত, এই ছবিতেই থাকবেন একজন বাঙালি অভিনেতা, অভিজিৎ লাহিড়ী। আসানসোলের স্টেশন মাস্টারের চরিত্রে দেখতে পাওয়া যাবে তাঁকে। ‘মিশন রানিগঞ্জ: দ্য গ্রেট ভারত রেসকিউ’ ছবিতে থাকছেন পরিণীতি চোপড়া, কুমুদ মিশ্র, রবি কিষেণ, দিব্যেন্দু ভট্টাচার্য, মুকেশ ভাট, রাজেশ শর্মার মতো একাধিক অভিনেতা।