সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দাবানলে আলজেরিয়ায় মৃত অন্তত ৩৪। উত্তর আফ্রিকার দেশটিতে কার্যত আগুন ঢালছে সূর্য। গনগনে আঁচে পুড়ছে মাটি, পুড়ছে গাছপালা। প্রবল তাপমাত্রার জেরে গোটা দেশজুড়েই একের পর এক জঙ্গলে আগুন লাগছে। তবে অনেকেই এর নেপথ্যে ষড়যন্ত্র রয়েছে বলে মনে করছেন। সবমিলিয়ে, পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে বলে খবর।
বিবিসি সূত্রে খবর, সোমবার উত্তর আফ্রিকার এই দেশটির ১৬ প্রদেশে ৯৭টি দাবানল রেকর্ড করা হয়েছে। এতে বন, ফসল এবং কৃষিজমি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে কয়েক হাজার মানুষকে। প্রায় আট হাজার দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে। লেলিহান শিখায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩৪ জন। এর মধ্যে ১০ জন সেনাবাহিনীর সদস্য বলেও খবর। ২৬ জন আহত হয়েছেন। রাজধানী আলজিয়ার্সের উত্তরে ফেনাইয়া, বেজাইয়া, জাবারবার ও বুইরাতে দেড় হাজার মানুষকে বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
[আরও পড়ুন: লাভ বাড়াতে অতিরিক্ত যাত্রী তোলাই কাল! ইন্দোনেশিয়ার নৌকাডুবিতে মৃত অন্তত ১৫]
সাম্প্রতিক দিনগুলিতে রেকর্ড তাপপ্রবাহের সম্মুখীন হচ্ছে আলজেরিয়া (Algeria) উত্তরাঞ্চল। অনেক স্থানেই তাপমাত্রা পৌঁছেছে ৪৮ ডিগ্রি সেলসিয়াসে। দাবদাহে পরিস্থিতি রীতিমতো জটিল। দেশটির আবহাওয়া দপ্তর সতর্ক করেছে, চলতি মাসের শেষ পর্যন্ত দেশের উত্তরে ৪৮ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা অব্যাহত থাকতে পারে।
প্রশাসন সূত্রে খবর, সবচেয়ে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে আলজেরিয়ার কাবিলি অঞ্চলে। রাজধানী আলজিয়ার্সের পূর্বে অবস্থিত এই পার্বত্য অঞ্চল থেকে আগুন উপকূলীয় শহর বেজাইয়া এবং জিজেলের আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। মূলত প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, আগুনের কারণ অনুসন্ধানে বিচার বিভাগীয় তদন্ত শুরু করেছে তারা। দাবানলে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেব্বোউনে।
[আরও পড়ুন: মার্কিন নৌবাহিনীর প্রধান পদে বাইডেনের পছন্দ এই মহিলা, কে লিসা ফ্রানচেত্তি?]
বলে রাখা ভাল, কয়েক বছর ধরেই আলজেরিয়ায় বড়সড় সমস্যা হয়ে দেখা দিয়েছে দাবানল। জঙ্গলে লাগাতার ঘটে চলা অগ্নিকাণ্ডের জেরে প্রভাব পড়ছে কৃষিকাজে। শুধু তাই নয়, অধিকাংশ ক্ষেত্রেই আগুন বনাঞ্চল সংলগ্ন উপজাতিদের গ্রামগুলিতে ছড়িয়ে পড়ছে। আলজেরিয়ার প্রশাসন সূত্রে খবর, প্রতি বছর বনাঞ্চলের অগ্নিকাণ্ডের জেরে ১০০ থেকে ১৫০ মানুষের মৃত্যু হচ্ছে। ২০২১ সালেও রাজধানী আলজিয়ার্স থেকে প্রায় ৩২০ কিলোমিটার দূরের কাবায়লি প্রদেশে এমনই এক আগুনে প্রাণ হারান ৯০ জন।