সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: করণ জোহরের নতুন ছবি ”রকি অউর রানি কি প্রেম কাহানি”তে বাঙালিকন্যা রানি চট্টোপাধ্যায়ের চরিত্রে দেখা যাবে আলিয়া ভাটকে। এই প্রথমবার বাঙালি চরিত্রে অভিনয় করতে গিয়ে রীতিমতো বাংলা শিখেছেন আলিয়া ভাট। আর তাই তো কলকাতায় রকি-রানি ছবির নতুন গান প্রকাশের অনুষ্ঠানে এসে কথা শুরু করলেন বাংলাতেই। আলিয়া বাংলাতেই বললেন, ”কেমন আছো সবাই!” তারপর আরও কিছুটা বাংলায় কথা বলতে গিয়ে হোঁচট খান। সঙ্গে পরিস্থিতি সামলে নিয়ে রণবীর বলে ওঠেন, ‘এতক্ষণ প্র্যাকটিস করে ভুলে গেলে!’ আলিয়া কিন্তু তাতেও থামেননি বরং ফের বাংলায় কথা শুরু করলেন, বললেন, ”নমস্কার কলকাতা। কেমন আছেন সবাই। এখানে আসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এখানে এসে আমি খুশি!”
আলিয়ার মুখে বাংলা শুনে উচ্ছসিত সবাই। ঠিক যেমন, ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবির ট্রেলার মুক্তির পর আলিয়ার মুখে, ‘খেলা হবে’ শুনে হইচই পড়ে গিয়েছিল। তবে সেন্সর বোর্ড কিন্তু কাঁচি চালিয়েছে আলিয়ার এই সংলাপে। কলকাতায় এসে সেন্সর বোর্ডের এমন সিদ্ধান্ত নিয়েও মুখ খুললেন অভিনেত্রী।
[আরও পড়ুন: যৌনদৃশ্যে গীতাপাঠ, ‘ওপেনহাইমার’-এ সেন্সরের কাঁচি! অনুরাগ ঠাকুরের মন্তব্যে তুঙ্গে জল্পনা]
আলিয়ার কথায়, ”সেন্সর বোর্ড যে কাট দিয়েছে, তা ছবির গল্প এগিয়ে চলার ক্ষেত্রে কোনও সমস্য়া তৈরি করবে না। ছবিটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এই নিয়ে এখনই সব কিছু বলে দিলে, তা স্পয়লার হবে। তবে এটুকু বলতে পারি, এক দৃশ্যে জয়া ম্য়াম (জয়া বচ্চন) আর আমার মধ্য়ে একটা ইগোর লড়াই তৈরি হবে। যার জন্য খেলা হবে ব্যবহার হয়। এর নেপথ্য়ে কোনওরকম রাজনীতি নেই।”
কলকাতায় গান প্রকাশ অনুষ্ঠানে রণবীর সিং, আলিয়া ভাটের পাশাপাশি হাজির ছিলেন টোটা রায়চৌধুরী ও চূর্ণী গঙ্গোপাধ্যায়ও। এই ছবিতে আলিয়ার মায়ের চরিত্রে অভিনয় করেছেন চূর্ণী। আর বাবার চরিত্রে দেখা যাবে টোটাকে।
‘রকি অউর রানি’ ছবিতে বাঙালির সংস্কৃতিকে নানাভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ব্যবহার করা হয়েছে রবি ঠাকুরের ছবি, রাজনীতির আলোচনা, কবিতা, গদ্য়ও। বিতর্ক উঠেছিল রণবীর সিংয়ের রবিঠাকুরকে দাদাজি বলার দৃশ্য নিয়েও। এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে চূর্ণী জানালেন, ”আমার মনে হয় এসব নিয়ে বিতর্ক না হওয়াই ভাল। কারণ, এই ছবিতে করণ খুব সুন্দরভাবে বাঙালিয়ানাকে তুলে ধরেছেন। কোথাও কোনও অসম্মান করা হয়নি। আমার মনে হয় ছবিটা দেখলেই সব স্পষ্ট হয়ে যাবে।”
[আরও পড়ুন: ভক্তের বাবা কোমায়! শুনেই ঈশ্বরের কাছে প্রার্থনা সৌমিতৃষার, ফের মন জয় ‘মিঠাই’য়ের]