সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডক্টর জাহাঙ্গিরকে মনে আছে? মানসিক রোগের চিকিৎসক হিসাবে মনের সব অসুখ কীভাবে দূর করা যায়, কীভাবে সবকিছুকে ভালবেসে বেঁচে থাকা যায়, সহজ সরল ভাষায় শিখিয়েছিলেন তিনি। তাই তাঁর প্রেমে শুধু কায়রা নন, প্রেমে পড়েছিল মহিলা মহলও। ডিয়ার জিন্দেগি। ২০১৬ মুক্তি পাওয়া গৌরী শিণ্ডে পরিচালিত এই ছবি আজও দর্শকের মন জুড়ে রয়েছে। শাহরুখ খান (Shah Rukh Khan), আলিয়া ভাটের (Alia Bhatt) জুটি কোনও হিরো-হিরোইনের গল্প নয়, বলেছে সাধারণ মানুষের মনের কথা।
চার বছর পর ফের একসঙ্গে তাঁরা। না, তবে এবার ছবির পর্দায় একে অপরের বিপরীতে নয়। এবার শাহরুখ প্রযোজকের আসনে আর অনস্ক্রিনে আলিয়া ভাট। শুরু হবে রেড চিলিজ এন্টারটেইনমেন্ট (Red Chillies Entertainment) প্রযোজিত ‘ডার্লিংস’ ছবির শুটিং। সূত্রের খবর, ছবির চিত্রনাট্য শোনার পরেই অভিনয়ের বিষয়ে সম্মতি জানিয়েছেন আলিয়া।
জানা গিয়েছে, প্রথমবার পরিচালক হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন জসমীত কে রীন। এর আগে তিনি ‘ফোর্স-২’, ‘ফন্নে খাঁ’, ‘পতি পত্নী অউর উয়ো’ ছবির গল্প লিখেছেন। মুম্বইয়ের মধ্যবিত্ত পরিবারের মা-মেয়ের গল্প বলবে ডার্লিংস। মায়ের চরিত্রে দেখা যাবে শেফালি শাহকে।
[আরও পড়ুন: রোমিওর মতো প্রাণ দিতে পারবেন না, ‘রাধে শ্যাম’ টিজারেই জানিয়ে দিলেন প্রভাস]
২০১৬ সালে প্রথমবার ডিয়ার জিন্দেগি (Dear Zindagi) শাহরুখ খান ওরফে ‘ডক্টর জাহাঙ্গির’ ও আলিয়া ভাট ওরফে ‘কায়রা’ একসঙ্গে রূপোলি পর্দায় সামনে এসেছিলেন। ছবির বিষয় ছিল মানসিক স্বাস্থ্য। মুক্তির পরেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল ছবিটি।
‘ডার্লিংস’ ছাড়াও শাহরুখের প্রযোজনা সংস্থায় মুক্তি পাবে ববি দেওল, বিক্রান্ত ম্যাসি, সানিয়া মালহোত্রা অভিনীত ‘লাভ হোস্টেল’ এবং অভিষেক বচ্চন অভিনীত ‘বব বিশ্বাস’। অন্যদিকে, আলিয়ার ঝুলিতে রয়েছে অয়ন মুখোপাধ্যায়ের ‘ব্রহ্মাস্ত্র’ (Brahmastra), এস.এস রাজামৌলির ‘ট্রিপল আর’ (RRR) ও সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘গাঙ্গুবাঈ কাথিয়াবাড়ি’ (Gangubai Kathiawadi)।