সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বয়স মোটে ২৩ বছর৷ এখনই বলিউডকে যথেষ্ট চমক উপহার দিয়েছেন তিনি৷ ‘স্টুডেন্টস অফ দ্য ইয়ার’ থেকে ‘ডিয়ার জিন্দেগি’র যাত্রাপথে বিস্মিত করেছেন দর্শকমহলকে৷ তিনি আলিয়া ভাট৷ অভিনয়ে সাবলীলতা আর কেরিয়ারে সাফল্যের নিরিখে অনেকেই এখন তাঁকে হলিউডের জেনিফার লরেন্সের সঙ্গে তুলনা করছেন৷ সেই আলিয়া ভাটই এবার ফাঁস করলেন তাঁর চুম্বন অভিজ্ঞতা৷
সিদ্ধার্থ মালিয়ার সঙ্গে তাঁর প্রেমের কথা অজানা নয়৷ তবে অভিনেতা মহলে যেমনটা নয়, এ নিয়ে কখনও আলো, কখনও অন্ধকার৷ কখনও প্রকাশ্যে তাঁদের দেখা যায়৷ কখনও এবার এক অন্যকে এড়িয়ে চলেন৷ তবে সহ-অভিনেতা সিদ্ধার্থকে এবার একটা বড়সড় সার্টিফিকেট দিলেন আলিয়া৷ জানিয়ে দিলেন, চুমুতে সিদ্ধার্থই সেরা৷
ছবির প্রয়োজনে অন্য নায়কের সঙ্গে ঠোঁটে ঠোঁট মিশিয়েছেন৷ তাঁদের মধ্যে আছেন অর্জুন কাপুরও৷ তিনিও আলিয়ার ভাল বন্ধু৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর থেকে জানতে চাওয়া হয়েছিল এ ব্যাপারে৷ তাতে অর্জুনকেও যথেষ্ট নম্বর দিয়েছেন আলিয়া৷ তবে যেহেতু সিদ্ধার্থর সঙ্গে তিনি একটু বেশি স্ক্রিনস্পেস শেয়ার করেছেন ও বার দুয়েক চুম্বনের দৃশ্যে অভিনয় করেছেন, তাই এগিয়ে রাখছেন সিদ্ধার্থকেই৷
তবে আলিয়া এ কথা বলামাত্র শুরু হয়েছে নানা জল্পনা৷ বলিপাড়ার আনাচে কানাচে অনেকে বলছেন, স্রেফ ছবিতে কাজের নিরিখেই এ কথা বললেন তো আলিয়া! মুখে অবশ্য তাই বলছেন তিনি৷ একে চুম্বন, তায় প্রেমিক-একটু কি বায়াসড হয়ে গেলেন আলিয়া? আপাতত সে প্রশ্ন অবশ্য থামিয়ে দিচ্ছেন আলিয়া নিজেই৷ সব প্রশ্নের উত্তর যেন তাঁর পারফরম্যান্স৷ ‘ডিয়ার জিন্দেগি’কে শাহরুখ থাকা সত্ত্বেও অনেকে বলছেন এ ছবি আলিয়ারই৷ আর এ কমপ্লিমেন্টের কাছে অন্য কোনও কিছুই যে ধোপে টেকে না, আলিয়ার থেকে তা আর ভাল কে জানে৷
The post চুমুতে সেরা সিদ্ধার্থ, বলেই ফেললেন আলিয়া appeared first on Sangbad Pratidin.