shono
Advertisement

বড় সিদ্ধান্ত অন্ধপ্রদেশের মুখ্যমন্ত্রীর, জগন্মোহনের নির্দেশে মন্ত্রিসভা থেকে ইস্তফা সকলের

কেন ভেঙে দেওয়া হল মন্ত্রিসভা?
Posted: 08:49 PM Apr 07, 2022Updated: 08:49 PM Apr 07, 2022

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্ধ্রপ্রদেশে (Andhra Pradesh) একসঙ্গে ইস্তফা দিলেন ২৪ জন মন্ত্রী। এককথায় সরে দাঁড়াল রাজ্যের গোটা মন্ত্রিসভাই। বৃহস্পতিবার দুপুরবেলা মন্ত্রিসভার একটি বৈঠকের পরই তাঁরা সকলে ইস্তফা দেন। জানা গিয়েছে, মন্ত্রিসভায় সম্পূর্ণ রদবদল করতে চলেছেন মুখ্যমন্ত্রী ওয়াইএস জগন্মোহন (YS Jagan Mohan)। আর তাই তিনি এদিন মন্ত্রিসভা ভেঙে দেন। সেই কারণেই পদত্যাগ করলেন মন্ত্রীরা। গত ৩৪ মাস তাঁরা ক্ষমতাসীন ছিলেন।

Advertisement

জানা গিয়েছে, নতুন মন্ত্রিসভায় প্রাধান্য দেওয়া হবে তফসিলি জাতি ও উপজাতি, অনগ্রসর শ্রেণির প্রতিনিধি ও মহিলাদের। আগামী ১১ এপ্রিল শপথ নিতে পারে নয়া মন্ত্রিসভা। তার আগে ১০ এপ্রিল নতুন মন্ত্রীদের নাম ঘোষণা করা হবে। জানা গিয়েছে, যাঁরা ইস্তফা দিলেন তাঁদের জেলার দায়িত্ব দেওয়া হবে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই অন্ধ্রপ্রদেশে নতুন ১৩টি জেলা গঠিত হয়েছে। এরপরই এই পদক্ষেপ জগন্মোহনের।

[আরও পড়ুন: গত কয়েক বছরে বেড়েছে ‘ট্রেন লেট’ হওয়ার প্রবণতা, সংসদে মানল কেন্দ্র]

সূত্রানুসারে, এদিনের বৈঠকে কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়েন মুখ্যমন্ত্রী জগন্মোহন। তাঁকে বলতে শোনা যায়, ”গত আড়াই বছরেরও বেশি সময় ধরে আপনারা আপনাদের সেরাটা দিয়েছেন। সিনিয়র মন্ত্রীদের থেকে আমার অভিজ্ঞতা ও দক্ষতাই চেয়েছিলাম। ”

বৈঠকের পরে জগন্মোহন সরকারের অন্যতম মন্ত্রী কোদালি নানি জানিয়ে দেন, ”মুখ্যমন্ত্রী আমাদের ইস্তফা দিতে বলেছিলেন। আমরা একটুও না ভেবে তা করেছি। পারফরম্যান্স, জাতি ও আঞ্চলিক সমীকরণ মেনে নতুন মন্ত্রিসভা গঠিত হবে।”

জানা গিয়েছে, গতকাল বুধবার সন্ধ্য়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী বৈঠক করেন রাজ্যপাল বিশ্বভূষণ হরিচন্দনের সঙ্গে। সেখানেই তিনি মন্ত্রিসভা ভেঙে দেওয়ার বিষয়ে তাঁকে জানান। শুক্রবার ফের তিনি রাজ্যপালের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গিয়েছে। সেখানেই তিনি ১১ এপ্রিল শপথ নিতে চলা মন্ত্রীদের তালিকা তিনি রাজ্যপালের হাতে তুলে দেবেন বলে জানা গিয়েছে।
গত ২০১৯ সালের জুনে মুখ্যমন্ত্রীর মসনদে বসেছিলেন জগন্মোহন। আগেই তিনি ইঙ্গিত দিয়েছিলেন মন্ত্রিসভায় রদবদল করতে পারেন। শোনা গিয়েছিল, গত ডিসেম্বরেই নাকি ওই পরিবর্তন হতে পারে। কিন্তু সেই সময় রাজ্যে করোনা সংক্রমণ বেশি থাকায় মত বদলান মুখ্য়মন্ত্রী। অবশেষে বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিলেন তিনি।

[আরও পড়ুন: পান থেকে চুন খসলেই আদালতে, ৪১ বছরে ৬০টি মামলা স্বামী-স্ত্রীর, হতবাক প্রধান বিচারপতি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement