সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের জইশ প্রধান মাসুদ আজহারকে বাঁচাতে আসরে নামল চিন। শুক্রবার ভারতের প্রতিবেশী দেশটি জানিয়ে দিয়েছে, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সব সদস্যকেই নিয়ম মানতে হবে। তারপরই মাসুদ আজহারকে ‘জঙ্গি’ ঘোষণা করা যেতে পারে। নির্দিষ্ট নিয়মের বাইরে গিয়ে আমেরিকার আনা প্রস্তাবে তারা সায় দেবে না। চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র লু ক্যাং এক বিবৃতিতে বলেন, ‘দু’দিন আগেই মাসুদ আজহারের ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে বেজিং। চিন রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের দায়িত্বশীল সদস্য এবং গুরুত্বপূর্ণ অংশ। এমন কিছু তারা করবে না যাতে রাষ্ট্রপুঞ্জের নিয়ম বা নীতিতে আঘাত লাগে।আমরা আশাবাদী অন্যান্য দেশগুলোও সেই নিয়ম মেনে চলবে।’
শাহিদকে চুমু খাওয়া বিশ্রী অভিজ্ঞতা, বিস্ফোরক কঙ্গনা
এর আগে ভারতের পর জইশ প্রধান মাসুদ আজহারকে ‘জঙ্গি’ ঘোষণা করার জন্য প্রস্তাব এনেছিল আমেরিকা। কিন্তু উপযুক্ত প্রমাণ নেই, এই দাবিতে চিন সেই প্রস্তাবে কৌশলগত স্থগিতাদেশ চেয়ে বিষয়টি আরও ছয় মাস পিছিয়ে দেয় চিন৷এরপরই ভারতের পক্ষ থেকে চিনের এই পদক্ষেপের বিরুদ্ধে কূটনৈতিক বিরোধিতা করা হয়। সেই প্রসঙ্গেই এদিনের বিবৃতি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সমুদ্রসৈকতে উঠে এল ৪০০ তিমি, ছড়াল চাঞ্চল্য
২৬/১১ মুম্বই হামলার অন্যতম ‘মাস্টারমাইন্ড’ পাক জঙ্গি মাসুদ আজহারকে রাষ্ট্রসংঘের জঙ্গি তালিকায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে আগেও ভেটো প্রয়োগ করেছিল চিন৷ গত বছর ভারত যখন এই মর্মে রাষ্ট্রসংঘে আবেদন জানিয়েছিল, তখনও চিন ‘টেকনিক্যাল’ স্থগিতাদেশ চেয়ে ভেটো দিয়েছিল৷ প্রসঙ্গত, ১৫ সদস্যভুক্ত রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের মধ্যে চিনই একমাত্র দেশ, যারা আজহারকে ‘জঙ্গি’ হিসাবে চিহ্নিত করার বিরোধিতা করছে৷ রাষ্ট্রসংঘের জঙ্গি তালিকাভুক্ত হলে আজহারের সম্পত্তি বাজেয়াপ্ত ও তার চলাফেরায় নিয়ন্ত্রণ আরোপ-সহ একাধিক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি হবে৷