সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিদ্রোহীদের দাপটে কাঁপছে পাকিস্তান (Pakistan)। পাক তালিবানের আক্রমণে প্রাণ হারালেন পাক সেনার অন্তত ৮ জওয়ান। তার পরে আরও ৭ জওয়ানকে তালিবান অপহরণ করেছে বলেই জানা গিয়েছে। সোমবার থেকে সেনার সঙ্গে সংঘর্ষ চলছিল। মঙ্গলবার সেই সংঘর্ষ আরও ভয়ংকর রূপ ধারণ করেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পাকিস্তানের এক গোয়েন্দা আধিকারিক জানান, খাইবার পাখতুনখোয়ায় জঙ্গি দমন অভিযান চালাচ্ছিল সেনা। সে সময়েই আচমকা সেনার উপরে হামলা চালায় পাক তালিবান জঙ্গিরা। সোমবার থেকে ওই এলাকায় শুরু হয় গুলির লড়াই। প্রাথমিকভাবে ৯জন জঙ্গির মৃত্যুর খবর জানা গিয়েছিল। কিন্তু দুপক্ষের লড়াই চলে মঙ্গলবার পর্যন্ত। তাতেই মৃত্যু হয় ৮ সেনা জওয়ানের। তার পরে ৭ জন জওয়ানকে অপহরণও করা হয়। গোটা ঘটনার দায় স্বীকার করে বার্তা দিয়েছে পাক তালিবান।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই বিদ্রোহ আর জঙ্গি কার্যকলাপে অশান্ত হয়ে উঠেছে পাকিস্তানের উত্তর-পশ্চিম সীমান্তবর্তী এলাকাগুলো। চলতি মাসের শুরুতেই বালোচিস্তানের রাজধানী কোয়েটায় বিস্ফোরণে অন্তত ২৪ জনের মৃত্যু হয়। ভিড়ে ঠাসা রেলস্টেশনে আত্মঘাতী হামলা চালায় বালোচ লিবারেশন আর্মি। গত সপ্তাহে বালোচ প্রদেশেই নিহত হন ৭ জন পাক আধাসেনা জওয়ান। এবার বালোচিস্তানের প্রতিবেশী প্রদেশ খাইবার পাখতুনখোয়ায় পাক তালিবানের রোষের মুখে পড়ল পাক সেনা।
প্রসঙ্গত, পাক তালিবান জঙ্গিগোষ্ঠীর বাড়বাড়ন্ত নিয়ে আফগান তালিবানের উপর ক্ষুব্ধ ইসলামাবাদ। পাকিস্তানের মাটিতে লাগাতার নাশকতা চালিয়ে যাচ্ছে টিটিপি। ইসলামাবাদের বারবার অনুরোধ সত্ত্বেও সংগঠনটির উপর রাশ টানতে গড়িমসি করছে মুল্লা আখুন্দজাদার সংগঠন। আফগান তালিবানের সাফ কথা, টিটিপি পাকিস্তানের বিষয়। এনিয়ে কাবুলের কিছু করার নেই। এবার সেই পাক তালিবানের হাতেই নিহত ৮ সেনা জওয়ান।