shono
Advertisement

আমার ছবি ব্যান করুন, বই প্রকাশ অনুষ্ঠানে বিস্ফোরক টুইঙ্কল

কাহিনি মনে ধরবে দর্শকদের, আশাবাদী লেখিকা। The post আমার ছবি ব্যান করুন, বই প্রকাশ অনুষ্ঠানে বিস্ফোরক টুইঙ্কল appeared first on Sangbad Pratidin.
Posted: 12:01 PM Sep 09, 2018Updated: 12:33 PM Sep 09, 2018

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘যেসব ছবিতে আমি লিড রোলে ছিলাম, সেই সব ছবি নিষিদ্ধ ঘোষণা করা উচিত’-মুম্বইয়ে নিজের তৃতীয় বই প্রকাশ অনুষ্ঠানে এমনটাই জানালেন লেখক-প্রযোজক টুইঙ্কল খান্না। এর আগে ‘দ্য লেজেন্ড অফ লক্ষ্মীপ্রসাদ’-এ ছোট গল্প লিখে সাড়া ফেলেছিলেন রাজেশ-তনয়া টুইঙ্কল। পরে তাঁর এই বইয়েরই একটি গল্প অবলম্বনে তৈরি হয়েছিল ‘প্যাডম্যান’।

Advertisement

[নোরার পর ‘দিলবর’ গানে সুস্মিতার বেলি ডান্সে মজেছে নেটদুনিয়া]

জাগারনটের তরফে টুইঙ্কলের তৃতীয় বই ‘পায়জামাস আর ফরগিভিং’ প্রকাশ অনুষ্ঠানে টুইঙ্কলের পাশে ছিলেন মা ডিম্পল কাপাডিয়া, স্বামী অক্ষয়কুমার, রণবীর সিং এবং সোনম কাপুর আহুজা, আর বালকি, করণ জোহর প্রমুখ। ‘পায়জামাস আর ফরগিভিং’ বইটি লেখার সময় প্রথমে ছোট গল্প হিসেবে লিখবেন বলে ভেবেছিলেন টুইঙ্কল। কিন্তু পরে লেখার পরিধি বাড়তে থাকায় উপন্যাস আকারে লিখেছেন। বই প্রসঙ্গে  টুইঙ্কল বললেন, “#metoo-র যুগে দাঁড়িয়ে তাঁর এই নতুন বইটি মানুষের মনে ধরবে। এখন যখন মেয়েদের নিয়ে কথা হয়, তখন বলতে হবে নিজের উপযুক্ত ছেলে খোঁজার থেকে তাঁদের নিজের মতো করে ভাল থাকাটাই বড় কথা।” এই ভাল থাকার কথা নিয়ে ‘পায়জামাস আর ফরগিভিং’-এর গল্পের শুরু হবে একটি আয়ুর্বেদ স্পা সেন্টারে। টুইঙ্কল তাঁর বইতে একজন রাজনৈতিক নেতার নাম উল্লেখ করেছেন। কিন্তু তিনি স্পষ্ট জানিয়েছেন, রাজনৈতিক নেতার কারণে কোনও বিতর্ক তৈরি হবে বলে মনে করেন না তিনি।

[বাক্স নয়, এবার সঙ্গী বদলের গল্প আসছে পর্দায়]

বই প্রকাশের পর সাংবাদিক বৈঠকে টুইঙ্কলকে প্রশ্ন করা হয়, তাঁর অভিনীত কোন ছবির রিমেক তিনি দেখতে চান? উত্তরে টুইঙ্কল মজা করে বললেন, “বলিউডে আমার সেভাবে কোনও হিট ছবি নেই। আমার সব ছবি নিষিদ্ধ ঘোষণা করলেই হয়। আমি চাই না কেউ এই ছবিগুলো দেখুক।” প্রসঙ্গত, ১৯৯৫ সালে ‘বরসাত’ ছবিতে টুইঙ্কলের বলিউডে অভিষেক হয়।

The post আমার ছবি ব্যান করুন, বই প্রকাশ অনুষ্ঠানে বিস্ফোরক টুইঙ্কল appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement