shono
Advertisement

আর নগদে লেনদেন নয়! পঞ্চায়েতে দুর্নীতি ঘোচাতে বড়সড় উদ্যোগ মোদি সরকারের

বাংলার পঞ্চায়েত নির্বাচনের আগেই তাৎপর্যপূর্ণ ঘোষণা কেন্দ্রের।
Posted: 10:57 AM Jun 30, 2023Updated: 10:57 AM Jun 30, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্য রাজনীতি যখন সরগরম, ঠিক তখনই পঞ্চায়েত স্তরে দুর্নীতি রুখতে বড়সড় পদক্ষেপ করল কেন্দ্রের মোদি (Narendra Modi) সরকার। কেন্দ্রের তরফে সব রাজ্যকে জানিয়ে দেওয়া হল, পঞ্চায়েত স্তরে আর নগদে লেনদেন করা যাবে না। সব লেনদেন করতে হবে ইউপিআই মাধ্যমে বা অনলাইনে। কেন্দ্রের আশা, এর ফলে পঞ্চায়েত স্তরে দুর্নীতি নিয়ন্ত্রণ করা যাবে।

Advertisement

কেন্দ্রের পঞ্চায়েতি রাজ মন্ত্রকের তরফে গত ১৫ জুন সব রাজ্য সরকারকে একটি চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠিতেই বলা হয়েছে, আগামী ১৫ আগস্টের মধ্যে দেশের সব পঞ্চায়েতের সবরকম লেনদেনে ইউপিআই (UPI) ব্যবহার শুরু করতে হবে। কোনওরকম নগদে লেনদেন করা যাবে না। পঞ্চায়েত স্তরে এই অনলাইন লেনদেনের ব্যবস্থা চালু হওয়ার পর আনুষ্ঠানিকভাবে সেটির উদ্বোধন করতে হবে। উদ্বোধনে মুখ্যমন্ত্রী, মন্ত্রী, সাংসদ, বিধায়কদের থাকাটা বাঞ্ছনীয়। কোন সার্ভিস প্রোভাইডারের কাছে পঞ্চায়েতগুলি অনলাইন লেনদেনের সুবিধা নিতে চায়, সেটাও ১৫ জুলাইয়ের মধ্যে ঠিক করতে ফেলতে হবে।

[আরও পড়ুন: ভোটের মুখে কেন্দ্রীয় বাহিনী নিয়ে নয়া পরিকল্পনা TMC’র, কী জানালেন কুণাল?]

কেন্দ্রের দাবি, এমনিতেই দেশের অধিকাংশ পঞ্চায়েতে এখন অনলাইনেই লেনদেন হচ্ছে। পঞ্চায়েতি রাজ মন্ত্রকের সচিব সুনীল কুমার জানিয়েছেন, “প্রায় ৯৮ শতাংশ পঞ্চায়েতে ডিজিটাল লেনদেন ব্যবস্থা চালু হয়েছে। এবার সেটা পুরোপুরি ডিজিটাল ব্যবস্থায় রূপান্তর করতে হবে। এখন থেকে চেক এবং নগদে লেনদেন পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে।”

[আরও পড়ুন: সংসদের বাদল অধিবেশনেই পেশ হতে পারে অভিন্ন দেওয়ানি বিধি বিল! দাবি সূত্রের]

উল্লেখ্য, বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকারের বহু প্রকল্প কার্যকর হয় পঞ্চায়েতের মাধ্যমে। পাঁচ বছর মেয়াদকালে একটা পঞ্চায়েত ৩ থেকে ৮ কোটি টাকা পর্যন্ত বিভিন্ন প্রকল্পে খরচ করতে পারে। এছাড়াও পঞ্চায়েতের নিজস্ব কিছু রোজগারও রয়েছে। এই বিপুল লেনদেনে স্বাভাবিকভাবেই বিপুল দুর্নীতিরও সম্ভাবনা থেকে যায়। কেন্দ্রের আশা অনলাইনে লেনদেন হলে দুর্নীতি অনেক কমানো যাবে। যদিও সেটা কতটা বাস্তবসম্মত, তা নিয়ে প্রশ্ন রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement