shono
Advertisement

সদয় শাসক! বাজেট অধিবেশনের আগে বিরোধী সাংসদদের সাসপেনশন প্রত্যাহার

সংসদের শীতকালীন অধিবেশনে সাসপেন্ড হন ১৪৬ জন বিরোধী সাংসদ।
Posted: 02:45 PM Jan 30, 2024Updated: 06:25 PM Jan 30, 2024

নন্দিতা রায়, নয়াদিল্লি: সংসদের বাজেট অধিবেশনের আগে বিরোধী সাংসদদের সাসপেনশন প্রত্যাহার করল সরকার। রাজ্যসভার মোট ১১ এবং লোকসভার ৩ সাংসদের সাসপেনশন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কেন্দ্রীয় সরকারি সূত্রের খবর।

Advertisement

সংসদের শীতকালীন অধিবেশনে সাসপেন্ড হন ১৪৬ জন বিরোধী সাংসদ। তৃণমূল (TMC), কংগ্রেস-সহ সমস্ত বিরোধী দলের অধিকাংশ সাংসদকেই সাসপেন্ড করে দেওয়া হয়। এঁদের মধ্যে ১৩২ জন সাংসদের সাসপেনশন ছিল শীতকালীন অধিবেশনের শেষদিন পর্যন্ত। বাকি ১৪ জন সাংসদের সাসপেনশন নিয়ে সিদ্ধান্ত নেওয়ার কথা প্রিভিলেজ কমিটির।

[আরও পডুন: আরএসএস নেতা খুনে পপুলার ফ্রন্টের ১৫ সদস্যকে মৃত্যুদণ্ড দিল কেরলের আদালত]

বুধবার থেকে শুরু হচ্ছে সংসদের বাজেট অধিবেশন। যা দ্বিতীয় মোদি (Narendra Modi) সরকারের শেষ সংসদ অধিবেশন। তার আগে মঙ্গলবার সর্বদল বৈঠক ডেকেছিল সরকার। মোট ৩০ দলের ৪৫ জন নেতা ওই বৈঠকে যোগ দেন। সূত্রের খবর, সর্বদল বৈঠকে বিরোধীরা সাসপেনশন নিয়ে সরব হয় বিরোধী শিবির। বৈঠক শেষেই সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ প্যাটেল জানান, বিরোধী সাংসদদের সাসপেনশন প্রত্যাহার করা হবে। তারপরই ১১ জন রাজ্যসভার সাংসদের সাসপেনশন প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে লোকসভার ৩ সাংসদের ব্যাপারটি এখনও রয়েছে প্রিভিলেজ কমিটিতে।

[আরও পড়ুন: বাজেট অধিবেশনেই CAA লাগুর পরিকল্পনা! কোন পথে হাঁটছে কেন্দ্র?]

উল্লেখ্য, সংসদে গ্যাস হামলার প্রতিবাদ করায় শীতকালীন অধিবেশনে গণহারে সাসপেন্ড করা হয় বিরোধী সাংসদদের। অধিবেশনের শেষের দিকে কার্যত বিরোধী শূন্য হয়ে যায় সংসদ। যার প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলনও করেছে ইন্ডিয়া (INDIA) শিবির। বাজেট অধিবেশনের আগে এই সাসপেনশন প্রত্যাহার অবশ্য প্রত্যাশিত ছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement