shono
Advertisement

নির্মাণে খরচ ৮০০ কোটি, জমি দান করেন হবু সুলতান, কেমন হল আবু ধাবির হিন্দু মন্দির?

বুধবার মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
Posted: 04:43 PM Feb 13, 2024Updated: 04:59 PM Feb 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার সংযুক্ত আরব আমিরশাহীতে (UAE) প্রথম হিন্দু মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ১৩ ও ১৪ ফেব্রুয়ারি দুদিন আমিরশাহী সফর করবেন তিনি। ইতিমধ্যে আমিরশাহীতে পৌঁছেও গিয়েছেন। ১৪ তারিখ আবু ধাবিতে বিএপিএস মন্দিরের উদ্বোধন হবে তাঁর হাতে। উদ্বোধনের আগভাগে ধর্মীয়স্থানটি সাজিয়ে তুলতে দিনরাত এক করে কাজ করছেন বহু হিন্দু স্বেচ্ছাসেবী। কেমন হচ্ছে আমিরশাহীর প্রথম হিন্দু মন্দির? খরচ হচ্ছে কত টাকা?

Advertisement

১) আবু মুরেই খা অঞ্চলে অবস্থিত এই মন্দিরটি মধ্যপ্রাচ্যে হিন্দুদের প্রথম উপাসনাস্থল।

২) গত বছর ডিসেম্বর মাসে অক্ষর পুরুষোত্তম স্বামীনারায়ণ সংস্থার (BPS) মন্দির উদ্বোধনের আমন্ত্রণ জানানো হয় মোদিকে। যা গ্রহণ করেন ভারতের প্রধানমন্ত্রী।

৩) আবু ধাবিতে ২৭ একর জমিতে গড়ে উঠেছে বিশাল হিন্দু মন্দির।

 

[আরও পড়ুন: আবু ধাবি সফরে মোদি, প্রধানমন্ত্রীর ‘বিকশিত ভারতের’ কথা শুনবেন হাজার হাজার প্রবাসী]

৪) বিদেশ সচিব বিনয় মোহন কোওয়াটরা জানিয়েছেন, উদ্বোধনের দিনে মন্দির দর্শনে আসতে পারেন দুই থেকে পাঁচ হাজার ভক্ত।

৫) ২০১৯ সালের এপ্রিল মাসে ভিত্তি প্রস্তর স্থাপন হয় মন্দিরের। ওই বছরের ডিসেম্বর মাসেই শুরু হয় মন্দিরের নির্মাণ কাজ।

৬) সংযুক্ত আরব আমিরশাহীর তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০১৫ সালে মন্দির নির্মাণের জন্য ১৩.৫ একর জমি ব্যক্তিগতভাবে দান করেছিলেন আবু ধাবির সুলতান এবং সে দেশের সহযোগী সেনাপ্রধান। বাকি ১৩.৫ একর জমি দান করেছে আমিরশাহী সরকার।

 

[আরও পড়ুন: অযোধ্যাগামী আস্থা স্পেশাল ট্রেনে এলোপাথাড়ি পাথরবৃষ্টি! তদন্তে রেল পুলিশ]

৭) মন্দির নির্মাণে খরচ হয়েছে ৪০০ মিলিয়ান দিরহাম। ভারতীয় মুদ্রায় প্রায় আটশো কোটি টাকা।

৮) মহন্ত স্বামী মহারাজের নির্দেশনায় ব্রহ্মবিহারীদাস স্বামীজি এই প্রকল্পের তদারকি করেন। বিপিএস মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান ‘সম্প্রীতির উৎসব’ হিসেবেই পালিত হবে মধ্যপ্রাচ্যের এই দেশটিতে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement