সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জ্ঞানবাপী মসজিদ মামলায় (Gyanvapi Mosque case) এলাহাবাদ হাই কোর্টের (Allahabad High Court) শুনানি আগামী ৬ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হল। শুক্রবার এমনটাই জানিয়েছে আদালত। তবে এদিন দুপুরে সুপ্রিম কোর্টে মামলার শুনানি হবে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে একথা জানা গিয়েছে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, এদিন আদালতে হিন্দুপক্ষের আইনজীবী জাবি করেছিলেন, ”জ্ঞানবাপী মসজিদে যে শিবলিঙ্গটি রয়েছে, সেটি মানুষের তৈরি নয়। সেটি প্রকট হয়েছে। এটা মানুষের তৈরি হতেই পারে না। এমনটাই শিব পুরাণে বর্ণিত রয়েছে।” তবে এলাহাবাদ হাই কোর্টে শুনানি স্থগিত হলেও সুপ্রিম কোর্টে শুক্রবারই শুনানি শুরু হবে দুপুর তিনটেয়।
[আরও পড়ুন: ‘কংগ্রেস ভাইবোনের দল, তৃণমূল পিসি-ভাইপোর’, বেনজির কটাক্ষ নাড্ডার]
প্রসঙ্গত, বারাণসী সিভিল কোর্টের (Varanasi Civil Court) নির্দেশে বারাণসীর জ্ঞানবাপী মসজিদে ভিডিওগ্রাফি চলছিল। সেই ভিডিওগ্রাফিতে দেখা যায়, মসজিদের অন্দরের জলাশয়ে যেখানে ইসলাম ধর্মাবলম্বীরা ওজু করতেন, সেখানে একটি শিবলিঙ্গ রয়েছে। সেই তথ্য আদালতে জানান আইনজীবী বিষ্ণু জৈন। এরপরই ওই জলাশয়ের আশপাশ সিল করে দেওয়ার নির্দেশ দেয় নিম্ন আদালত। দিন কয়েক আগে একই নির্দেশ দেয় শীর্ষ আদালতও। তবে মসজিদে নমাজ বন্ধ রাখা যাবে না বলেও জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। গত ১৪ থেকে মে পর্যন্ত তিনদিন ধরে ভিডিওগ্রাফি করা হয়। পরে আরও দু’দিন সময় চেয়ে নেওয়া হয়। শেষ পর্যন্ত মুখবন্ধ খামে মসজিদের অন্দরের ভিডিও সার্ভের রিপোর্ট জমা পড়ে বারাণসীর আদালতে। মামলাটির পরবর্তী শুনানি ২৩ মে।
এদিকে ভিডিও সার্ভে বন্ধের পিটিশন খারিজ করে দেওয়ার আরজি জানিয়ে বৃহস্পতিবারই হিন্দপক্ষের আইনজীবীরা দাবি করেন, ওই সম্পত্তি স্বয়ং আদি বিশ্বেশ্বরের। যদিও পরে তা মোঘল সম্রাট ঔরঙ্গজেব দখল করেন।