রাজা দাস, বালুরঘাট: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্পর্কে সোশ্যাল মিডিয়ায় কুরুচিপূর্ণ মন্তব্যের জের। গ্রেপ্তার বালুরঘাটের এক শিক্ষক। প্রীতিশ সরকার নামে ওই হাই স্কুল শিক্ষককে সোমবার বালুরঘাট আদালতে পেশ করে পুলিশ। ১ জুলাই পর্যন্ত তাঁকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
জানা গিয়েছে, পতিরামের ইছামতী সেতু সংলগ্ন এলাকার বাসিন্দা প্রিতীশ সরকার। তিনি শিক্ষকতা করেন হিলি ব্লকের অন্তর্গত ত্রিমোহিনী উচ্চ বিদ্যালয়ে। বেশকিছুদিন ধরেই তাঁকে সোশ্যাল মিডিয়ায় নানা ধরণের কুরুচিপূর্ণ পোষ্ট করতে দেখা যাচ্ছে। গত শনিবার তিনি মুখ্যমন্ত্রী সম্পর্কে সেই রকম একটি পোস্ট করেন। তারপরই তৃণমূল আইটিসেলের তরফে বালুরঘাট সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে রবিবার রাতে পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে।
[আরও পড়ুন: একইদিনের দ্বিতীয়বার, ফের বিস্ফোরণ মুর্শিদাবাদে! উড়ল TMC সমর্থকের বাড়ির চাল]
তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি অমরনাথ ঘোষ জানিয়েছেন, একজন শিক্ষকের কাছে এমন মন্তব্য কখনই কাম্য নয়। কোনও রাজনৈতিক দল বা সাধারণ বুদ্ধিসম্পন্ন মানুষ এইটি সমর্থন করবে না। আইনের প্রতি তাদের ভরসা রয়েছে। অভিযুক্ত সঠিক শাস্তি পাবে বলেই তার ধারণা।