বাবুল হক, মালদহ: মালদহ মেডিক্যাল হাসপাতাল চত্বরে বেআইনিভাবে ওষুধ বিক্রির অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে। শনিবার হাসপাতালের বর্হিবিভাগের সামনে এক ব্যক্তিকে ওষুধ বিক্রি করতে দেখেন নিরাপত্তারক্ষীরা। পরে পালিয়ে যান অভিযুক্ত। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় হাসপাতালে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে ডাক্তার দেখাতে আসা রোগী ও তাঁদের পরিজনদের ওষুধ বিক্রি করছিলেন অভিযুক্ত। সেই ওষুধগুলো হাসপাতালের তালিকাতে নেই বলেই জানা গিয়েছে। সেই সময় হাসপাতালের নিরাপত্তায় দায়িত্বে থাকা কর্মীরা তা দেখে ফেলেন। অভিযুক্তকে হাতেনাতে ধরেনও তাঁরা। তবে ভিড় জমা হতেই ফাঁক বুঝে এলাকা থেকে পালিয়ে যান অভিযুক্ত।
মেডিক্যাল সুপার প্রসেনজিৎ বর জানান, "শনিবার নিরাপত্তারক্ষীরা এক ব্যক্তিকে ওষুধ বিক্রি করতে দেখেন। নিরাপত্তারক্ষীরা ধরতে গেলে ওই ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। যে ওষুধ পাওয়া গিয়েছে তা বাইরের ওষুধ। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্ত করা শুরু হয়েছে। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।" তবে কি মালদহ মেডিক্যালে বেআইনিভাবে ওষুধ বিক্রি চক্র গজিয়ে উঠেছে? এই ঘটনাকে কেন্দ্র করে সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
কয়েকদিন আগেই রোগীকে মেয়াদ উত্তীর্ণ ওষুধ দেওয়ার অভিযোগ ওঠে মালদহের মৌলপুর গ্রামীণ হাসপাতালে। পায়ে আঘাত লাগা এক রোগীকে সেই ওষুধ দেওয়া হয় বলে দাবি। সেই ঘটনায় জেলার প্রশাসনিক মহলেও চাঞ্চল্য ছড়ায়। সেই রেশ কাটতে না কাটতেই এই কাণ্ড।