জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: প্রতিবেশী প্রৌঢ়াকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বাবা ও মেয়ের বিরুদ্ধে। প্রৌঢ়ার 'অপরাধ', অভিযুক্তর বাড়ির সীমানায় প্রস্রাব করেছিলেন তিনি। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বাগদা থানার বয়রা পাড়ুই পাড়া এলাকায়। ঘটনায় বাবা ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত প্রৌঢ়ার নাম ফুলকুমারী বারুই। বয়স ৫৯ বছর। তাঁর সঙ্গে মাঝে মধ্যেই ঝামেলায় জড়িয়ে পড়তেন অভিযুক্ত নগেন হালদার ও তাঁর পরিবার। এদিন সকালে ফুলকুমারীদেবী অভিযুক্তর বাড়ির সীমানায় প্রস্রাব করেছিলেন। তা নিয়ে ফের বিবাদ শুরু হয়। অভিযোগ, সেসময় নগেন ও তাঁর মেয়ে ঝুমুর হালদার প্রৌঢ়ার উপর ঝাঁপিয়ে পড়েন। পাশে পড়ে থাকা কাঠ দিয়ে ফুলকুমারীর মাথায় সজোরে আঘাত করেন নগেন। ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন প্রৌঢ়া।
স্থানীয়রা দুই অভিযুক্তকে আটকে রেখে বাগদা থানায় খবর দেন। পুলিশ ফুলকুমারীদেবীকে উদ্ধার করে বাগদা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। শনিবার অভিযুক্ত দুজনকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। বিচারক সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এহেন ঘটনায় শোকের ছায়া প্রৌঢ়ার পরিবারে।