shono
Advertisement

‘পওয়ার পলিটিক্সে’ ক্ষুব্ধ জোটসঙ্গীরা, প্রশ্নের মুখে ‘মারাঠা স্ট্রং ম্যান’

ইন্ডিয়া জোটের আসন্ন বৈঠকের আগেই জোর জল্পনা।
Posted: 04:08 PM Aug 14, 2023Updated: 04:19 PM Aug 14, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি বিরোধীতায় তৈরি হয়েছে রামধনু জোট ‘ইন্ডিয়া’। বৃহত্তর স্বার্থে হাতে হাত মিলিয়েছে ‘চিরশত্রু’ তৃণমূল কংগ্রেস ও সিপিএম। সমস্ত সমীকরণ উলটে, সংঘাত ভুলে যৌথ লড়াইয়ে নেমেছে কংগ্রেস ও আম আদমি পার্টি। অতীত ভুলে এখন ‘ভাই ভাই’ লালু-নীতীশ। আর এই ‘হাঁসজারু’ তৈরির অন্যতম কারিগর ‘মারাঠা স্ট্রং ম্যান’ শরদ পওয়ার। কিন্তু এবার তাঁর উপরই ক্ষুব্ধ জোটসঙ্গীরা!

Advertisement

‘পওয়ার পলিটিক্সে’ ক্ষুব্ধ জোটসঙ্গীরা? ঘটনার সূত্রপাত গত শনিবার। সেদিন পুণেতে ভাইপো তথা মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের সঙ্গে হঠাৎ বৈঠকে জল্পনা উসকে দিয়েছেন শরদ পওয়ার। এক শিল্পপতির বাড়িতে কাকা-ভাইপোর এই ‘রুদ্ধদ্বার’ বৈঠক মহারাষ্ট্রে ‘মহা বিকাশ আঘাড়ি’ তথা ইন্ডিয়া জোটকে চিন্তায় ফেলেছে। যদিও এনসিপি সুপ্রিমোর বক্তব্য, “কোনও গোপন বৈঠক হয়নি। অজিত আমার ভাইপো। আমি পরিবারের প্রবীণতম সদস্য। এই বৈঠক নিয়ে জল্পনা হওয়ার মতো কিছুই নেই।” বলে রাখা ভাল, আগামী বছর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন। রয়েছে লোকসভা ভোটও। এই পরিস্থিতিতে সিনিয়র পওয়ারের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে জোটসঙ্গীদের মনে। রাখঢাক না করেই এনিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছে উদ্ধব ঠাকরের শিব সেনা। 

[আরও পড়ুন: কাল লালকেল্লায় মোদির ভাষণে কি উত্তর-পূর্বে গুরুত্ব, নজর দেশবাসীর]

এদিন শিব সেনার (উদ্ধব বালসাহেব ঠাকরে) রাজ্যসভা সাংসদ সঞ্জয় রাউত বলেন, “শরদ পওয়ার বলছেন, অজিত তাঁর ভাইপো তাই তিনি তাঁর সঙ্গে দেখা করতেই পারেন। এবার আমার প্রশ্ন হচ্ছে, তাই যদি হয়, আপনাদের সমর্থকরা রাস্তায় নেমে নিজেদের মধ্যে মারামারি করছে কেন?” এনসিপি সুপ্রিমোকে কটাক্ষ করে রাউত আরও বলেন, “দলের সমর্থকরা যখন মার খাচ্ছে, তখন অন্য দলের নেতাদের সঙ্গে বসা মানায় না।”

উল্লেখ্য, কয়েকদিন আগেই পুণেতে এক মঞ্চে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) ও শরদ পওয়ারকে (Sharad Pawar)। ওই অনুষ্ঠানে তাঁরা করমর্দন করেন। সদ্যগঠিত ইন্ডিয়া (INDIA) জোটের সঙ্গে এনডিএ সরকারের বিরোধ যখন তুঙ্গে, সেই পরিস্থিতিতে মোদির সঙ্গে পওয়ারের মঞ্চ ভাগ করে নেওয়ার বিষয়টি ঘিরে স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে বিরোধীরা। মহারাষ্ট্রে ও লোকসভা নির্বাচনে বিরোধী জোটের গতিপথ অনেকটাই নির্ভর করবে পওয়ার পলিটিক্সের উপর বলেই মত বিশ্লেষকদের। ফলে, মুম্বইয়ে ইন্ডিয়া জোটের আসন্ন বৈঠকের আগে শরদের গতিবিধির উপর কড়া নজর রাখা হবে।   

[আরও পড়ুন: আদালত অবমাননা! CPM নেতা সুশান্ত ঘোষের জামিনের বিরোধিতায় সুপ্রিম কোর্টে রাজ্য]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement