shono
Advertisement

Breaking News

PM Narendra Modi

গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে লঞ্চডুবিতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির, ঘোষণা আর্থিক সাহায্যের

নৌসেনার একটি স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে লঞ্চে ধাক্কা মারায় এই দুর্ঘটনাটি ঘটে।
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 10:02 AM Dec 19, 2024Updated: 11:06 AM Dec 19, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বইয়ে গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে লঞ্চডুবিতে মৃত্যু হয়েছে ১৩ জনের। গুরুতর আহত বেশ কয়েকজন। এই ঘটনায় শোকপ্রকাশ করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মৃতের পরিবারপিছু ২ লক্ষ ও জখমদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। নৌসেনার একটি স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে লঞ্চে ধাক্কা মারায় এই  ঘটনাটি ঘটে। এই দুর্ঘটনার তদন্তে নিরাপত্তায় গাফিলতির বড়সড় অভিযোগ উঠছে। ইতিমধ্যে ওই স্পিডবোট চালকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে মুম্বই পুলিশ।

Advertisement

গতকাল বুধবার বিকাল ৫টা ১৫ নাগাদ গেটওয়ে অফ ইন্ডিয়া সংলগ্ন ফেরিঘাট থেকে এলিফ্যান্টা গুহা যাওয়ার সময়ে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার একটি ভিডিও ভাইরাল হয় সোশাল মিডিয়ায়। সেখানে দেখা গিয়েছে, তীব্র গতিতে ছুটে আসা স্পিডবোট নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারছে ‘নীলকমল’ নামের ওই লঞ্চে। এর পরেই কাত হয়ে জলে ডুবে যায় ১১০ জন যাত্রী-সহ লঞ্চটি। মৃত্যু হয় ১৩ জনের। ঘটনায় শোকপ্রকাশ করেন মোদি। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি আহতদের আরোগ্য কামনা করেন তিনি। এদিন রাতেই প্রধানমন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, মৃতের পরিবারপিছু ২ লক্ষ ও জখমদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য করা হবে।

এই দুর্ঘটনার পর নৌসেনা জানায়, স্পিডবোটের ইঞ্জিনে গোলমালের জেরে দুর্ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, লঞ্চটি ডুবে যাওয়ার পর নৌসেনার ১১টি বোট এবং উপকূলরক্ষী বাহিনীর সাহায্যে দুর্ঘটনাগ্রস্ত লঞ্চ, স্থানীয় মাছ ধরার লঞ্চ যাত্রীদের উদ্ধারকাজে নামে। পরে পরে চারটি হেলিকপ্টারও উদ্ধারে যোগ দেয়। প্রসঙ্গত, আরব সাগরের বুকে এলিফ্যান্টা দ্বীপে রয়েছে একাধিক পাহাড়ি গুহা। যা মুম্বইয়ের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল। অন্যদিকে গেটওয়ে অফ ইন্ডিয়াতে প্রতিদিন ভিড় করেন মুম্বইয়ে ঘুরতে আসা অসংখ্য মানুষ। এছাড়া স্থানীয়রাও কর্মসূত্রে গেটওয়া ইন্ডিয়ার ফেরিঘাট থেকে লঞ্চে চেপে এলিফ্যান্টা দ্বীপে যান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • মুম্বইয়ে গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে লঞ্চডুবিতে মৃত্যু হয়েছে ১৩ জনের। গুরুতর আহত বেশ কয়েকজন।
  • এই ঘটনায় শোকপ্রকাশ করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
  • মৃতের পরিবারপিছু ২ লক্ষ ও জখমদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা জানিয়েছেন তিনি।
Advertisement