shono
Advertisement

পুনর্বহালের ২৪ ঘণ্টার মধ্যেই ফের অপসারিত সিবিআই প্রধান অলোক ভার্মা

সিলেক্ট কমিটির বৈঠকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়৷ The post পুনর্বহালের ২৪ ঘণ্টার মধ্যেই ফের অপসারিত সিবিআই প্রধান অলোক ভার্মা appeared first on Sangbad Pratidin.
Posted: 08:02 PM Jan 10, 2019Updated: 08:02 PM Jan 10, 2019

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুনর্বহালের একদিনের মধ্যেই ফের সিবিআই অধিকর্তা পদ থেকে অপসারিত অলোক ভার্মা৷ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বে বৃহস্পতিবার সিলেক্ট কমিটির বৈঠক ডাকা হয়৷ এদিনের বৈঠকে ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও৷ অলোকের পক্ষে সওয়াল করেন লোকসভার কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে৷ কিন্তু তাতেও শেষরক্ষা হল না৷ সিলেক্ট কমিটির রিপোর্টের ভিত্তিতে প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে বৈঠক৷ ওই বৈঠকেই অলোক ভার্মাকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়৷

Advertisement

[সব দলকে NDA-তে স্বাগত, ভোটের আগে জোটের রাস্তা খোলা রাখছেন মোদি]

গত ২৩ অক্টোবর অলোক ভার্মাকে সিবিআই অধিকর্তা পদ থেকে সরিয়ে দেওয়া হয়৷ তাঁর পরিবর্তে সিবিআইয়ের অন্তবর্তী নির্দেশক হিসাবে আনা হয় নাগেশ্বর রাওকে৷ সিল করে দেওয়া হয় তাঁর দপ্তর৷ প্রায় তিন মাস পর বুধবারই আবারও কাজে যোগ দেন অলোক ভার্মা৷ ওইদিন কাজে যোগ দেওয়ার পরই তাঁর দপ্তরের পাঁচ আধিকারিককে অন্যত্র বদলির সিদ্ধান্ত নেন ভার্মা৷ ওই পাঁচ আধিকারিক হলেন অজয় ভাটনগর, এমকে সিনহা, তরুণ গৌবা, মুরুগেসান এবং একে শর্মা৷ কিন্তু কেন আচমকা ওই আধিকারিকদের বদলি করা হবে, সে বিষয়ে ওঠে প্রশ্নচিহ্ন৷

[করাচিতে তথ্য পাচারের অভিযোগ, অরুণাচল সীমান্তে গ্রেপ্তার পাক গুপ্তচর]

এদিকে, এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বৃহস্পতিবার সিলেক্ট কমিটির বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ওই বৈঠকে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি৷ ছিলেন মল্লিকার্জুন খাড়গে৷ পুনর্বহালের পর ক্ষমতার অপব্যবহার করছেন ভার্মা, এই অভিযোগে তাঁর বিরুদ্ধে রিপোর্ট দেয় সিলেক্ট কমিটি৷ যদিও ভার্মার পক্ষে সওয়াল করেন লোকসভার কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে৷ কিন্তু রিপোর্টের ভিত্তিতে প্রধানমন্ত্রী এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সম্মতিতে ভার্মাকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়৷

The post পুনর্বহালের ২৪ ঘণ্টার মধ্যেই ফের অপসারিত সিবিআই প্রধান অলোক ভার্মা appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement