সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুনর্বহালের একদিনের মধ্যেই ফের সিবিআই অধিকর্তা পদ থেকে অপসারিত অলোক ভার্মা৷ প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নেতৃত্বে বৃহস্পতিবার সিলেক্ট কমিটির বৈঠক ডাকা হয়৷ এদিনের বৈঠকে ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও৷ অলোকের পক্ষে সওয়াল করেন লোকসভার কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে৷ কিন্তু তাতেও শেষরক্ষা হল না৷ সিলেক্ট কমিটির রিপোর্টের ভিত্তিতে প্রায় আড়াই ঘণ্টা ধরে চলে বৈঠক৷ ওই বৈঠকেই অলোক ভার্মাকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়৷
[সব দলকে NDA-তে স্বাগত, ভোটের আগে জোটের রাস্তা খোলা রাখছেন মোদি]
গত ২৩ অক্টোবর অলোক ভার্মাকে সিবিআই অধিকর্তা পদ থেকে সরিয়ে দেওয়া হয়৷ তাঁর পরিবর্তে সিবিআইয়ের অন্তবর্তী নির্দেশক হিসাবে আনা হয় নাগেশ্বর রাওকে৷ সিল করে দেওয়া হয় তাঁর দপ্তর৷ প্রায় তিন মাস পর বুধবারই আবারও কাজে যোগ দেন অলোক ভার্মা৷ ওইদিন কাজে যোগ দেওয়ার পরই তাঁর দপ্তরের পাঁচ আধিকারিককে অন্যত্র বদলির সিদ্ধান্ত নেন ভার্মা৷ ওই পাঁচ আধিকারিক হলেন অজয় ভাটনগর, এমকে সিনহা, তরুণ গৌবা, মুরুগেসান এবং একে শর্মা৷ কিন্তু কেন আচমকা ওই আধিকারিকদের বদলি করা হবে, সে বিষয়ে ওঠে প্রশ্নচিহ্ন৷
[করাচিতে তথ্য পাচারের অভিযোগ, অরুণাচল সীমান্তে গ্রেপ্তার পাক গুপ্তচর]
এদিকে, এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বৃহস্পতিবার সিলেক্ট কমিটির বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ওই বৈঠকে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি৷ ছিলেন মল্লিকার্জুন খাড়গে৷ পুনর্বহালের পর ক্ষমতার অপব্যবহার করছেন ভার্মা, এই অভিযোগে তাঁর বিরুদ্ধে রিপোর্ট দেয় সিলেক্ট কমিটি৷ যদিও ভার্মার পক্ষে সওয়াল করেন লোকসভার কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে৷ কিন্তু রিপোর্টের ভিত্তিতে প্রধানমন্ত্রী এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সম্মতিতে ভার্মাকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়৷
The post পুনর্বহালের ২৪ ঘণ্টার মধ্যেই ফের অপসারিত সিবিআই প্রধান অলোক ভার্মা appeared first on Sangbad Pratidin.