সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ত্রিফলা আক্রমণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধলেন আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল। দুর্নীতি ইস্যুতে শুক্রবার আম আদমি পার্টি (AAP)কে কটাক্ষ করে 'আপদা' বা 'বিপর্যয়' বলে কটাক্ষ করেছিলেন মোদি। তার পালটা এবার সুর চড়ালেন কেজরি। সবমিলিয়ে বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে রাজধানীর মাটিতে জমে উঠল আপ ও বিজেপির তরজা।
শুক্রবার দিল্লির জনসভা থেকে দুর্নীতি প্রসঙ্গে আপকে আক্রমণ শানানোর পর পরই পালটা মোদিকে আক্রমণ শানান কেজরিওয়াল। তিনি বলেন, 'দিল্লিতে কোনও বিপর্যয় হয়নি। বিপর্যয় যদি কিছু থেকে থাকে তবে তা বিজেপির অন্দরে।' এরপরই বলেন, 'বিজেপির প্রথম বিপর্যয় হল দিল্লির বিধানসভা নির্বাচনে তাদের কোনও মুখ নেই। দ্বিতীয় সমস্যা হল, বিজেপির বলার মতো কিছু নেই, কোনও আখ্যান নেই ওদের। তৃতীয়ত, বিজেপির কোনও কর্মসূচি ও দিশা নেই। যদিও একটা বিপর্যয় দিল্লিতে রয়েছে, সেটা হল দিল্লির আইনশৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়েছে। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব তিনি যেন স্বরাষ্ট্রমন্ত্রীকে দিল্লির জন্য একটু সময় বের করার কথা জানান।'
এদিন দিল্লিতে এক নির্বাচনী সভায় উপস্থিত হয়ে আম আদমি পার্টিকে একহাত নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অভিযোগ করেন, 'গত ১০ বছর ধরে দিল্লিকে ঘিরে রয়েছে 'আপদা' বা 'বিপর্যয়'। আন্না হাজারেকে সামনে রেখে কিছু কট্টর বেইমান লোক দিল্লিকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। মদ দুর্নীতি, শিশুদের স্কুল নিয়ে দুর্নীতি, গরিবের চিকিৎসা নিয়ে দুর্নীতি, বায়ুদূষণের বিরুদ্ধে লড়ার নামে দুর্নীতি। গোটা দিল্লিকে দুর্নীতিতে ঘিরে ফেলা হয়েছে।' শুধু তাই নয়, কেজরির বাসভবন 'শিসমহল' নিয়েও কেজরিকে কটাক্ষ করেন মোদি।
প্রধানমন্ত্রীর আক্রমণের পালটা এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হন কেজরি। সেখানে ত্রিফলা আক্রমণের পাশাপাশি বলেন, 'আজ দিল্লিতে ৪৩ মিনিটের একটি বক্তব্য রেখেছেন কেজরিওয়াল। যার মধ্যে ৩৯ মিনিট তিনি দিল্লির মানুষের দ্বারা নির্বাচিত সরকারকে গালি দিয়েছেন। ওনারা ১০ বছর দিল্লিতে ক্ষমতায় ছিলেন সেই সময় কাজ করলে এখন আর গালি দিতে হত না।' কেজরি জানান, 'আমরা দিল্লিতে ৩টি বিশ্ববিদ্যালয়, ২২ হাজার ক্লাসরুম, ৫৩০ মহল্লা ক্লিনিক তৈরি করেছি।' এরপর শিসমহল নিয়ে কটাক্ষের জবাবে, মোদির বিরুদ্ধে বিলাসী জীবনযাপনের অভিযোগ তুলে কেজরি বলেন, যে ব্যক্তি ৮৪০০ কোটি টাকার বিমান চড়েন, ২৭০০ কোটি টাকার বাড়ি বানিয়েছেন, ১০ লাখের স্যুট পরেন তাঁর মুখে শিসমহলের কথা মানায় না।