shono
Advertisement

জমিজট অব্যাহত, এবার বিশ্বভারতীর উচ্ছেদ নোটিসের বিরুদ্ধে আদালতে অমর্ত্য সেন

মামলার শুনানি ১৫ মে।
Posted: 10:37 AM Apr 28, 2023Updated: 10:37 AM Apr 28, 2023

নন্দন দত্ত, বীরভূম: অমর্ত্য সেন-বিশ্বভারতীর জমিজট অব্যাহত। এবার বিশ্বভারতীর উচ্ছেদ নোটিসের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ অমর্ত্য সেন। মামলার শুনানি ১৫ মে।

Advertisement

দীর্ঘদিন ধরেই জমি নিয়ে অমর্ত্য সেন-বিশ্বভারতীর অশান্তি চলছে। জল আগেই গড়িয়েছিল আদালত পর্যন্ত। সম্প্রতি বিশ্বভারতী উচ্ছেদ নোটিস পাঠায় অমর্ত্য সেনকে। ৬ মে জমি খালি করার শেষ দিন হিসেবে ধার্য করা হয়েছে বলে জানানো হয় সেখানে। প্রয়োজনে বিশ্বভারতী কর্তৃপক্ষ বল প্রয়োগ করবে এমনও হুশিয়ারিও দেয়। এর পালটা আদালতে নোবেলজয়ী অর্থনীতিবিদ। তাঁর আইনজীবী সৌমেন মুখোপাধ্যায় ও গোরাচাঁদ চক্রবর্তী জানান, বৃহস্পতিবার সিউড়ি জেলা আদালতে আপিল করেছি। ১৫ মে পরবর্তী শুনানি দিন ধার্য করেছেন বিচারক।

[আরও পড়ুন: শুক্রবার ১২ ঘণ্টার বন্‌ধ উত্তরবঙ্গে, ‘কর্মসূচি চালিয়ে যাব’, জানিয়ে দিলেন অভিষেক]

বুধবার নবান্নে সাংবাদিক সম্মেলন থেকে ‘প্রতীচী’র জট নিয়ে মুখ‌্যমন্ত্রী বলেন, ‘‘অমর্ত‌্য সেনের মতো মানুষকে ওরা আক্রমণ করছে। অমর্ত‌্য সেনের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেবে বলছে। আমি অবাক হয়ে যাচ্ছি। যদি দেখি বুলডোজার চালাচ্ছে আমিই প্রথম ওখানে গিয়ে বসব, ধরনা দেব। বাংলা শিক্ষা সংস্কৃতির রাজ‌্য। আমি দেখব, মানবিকতা ক্ষমতাশালী না বুলডোজার ক্ষমতাশালী।’’

[আরও পড়ুন: টাকা দিয়েও মেলেনি চাকরি, নিয়োগ না পেয়ে প্রতারকের মা’কে অপহরণ চাকরিপ্রার্থীদের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার