সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিসমাসের আগে থেকেই মার্কিন মুলুকে শুরু হয়ে গিয়েছে ‘শাট ডাউন’৷ বন্ধ হয়ে গিয়েছে মার্কিন কোষাগার৷ এর প্রভাব পড়ল শহরেও৷ বন্ধ হয়ে গেল কলকাতার আমেরিকান সেন্টার৷ সূত্রের খবর, ইতিমধ্যেই এই সংক্রান্ত বিষয়ে সম্পূর্ণ তথ্য জানিয়ে দেওয়া হয়েছে আমেরিকান সেন্টার কর্তৃপক্ষের তরফ থেকে৷ তাঁরা জানিয়েছেন, পরবর্তী নোটিস না পাওয়া পর্যন্ত বন্ধ থাকবে সেন্টারের অধিকাংশ কাজকর্ম৷ তবে যাঁরা ইতিমধ্যে মার্কিন ভিসার জন্য আবেদন করেছেন, তাঁদের কোনও অসুবিধা হবে না বলে আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ৷
[গড়িয়ায় কেক কারখানায় বিস্ফোরণ, আহত ১০ কর্মী]
মেক্সিকো সীমান্তে দেওয়াল গড়া আমেরিকায় চরমে উঠেছে বিবাদ৷ প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে বন্ধ মার্কিন কোষাগার৷ ফলে সেদেশে বন্ধ হয়ে গিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি, পরিবহন, কৃষি, বিচার বিভাগের মতো অধিকাংশ সরকারি দপ্তরের কাজকর্ম৷ ক্রিসমাসের আগেই ছুটিতে পাঠানো হয়েছে ৩ লক্ষ ৮০ হাজার কর্মীকে এবং পারিশ্রমিক ছাড়া কাজ করতে হচ্ছে ৪ লক্ষ কর্মীকে৷ প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি মতো, মেক্সিকো সীমান্তে দেওয়াল নির্মাণের জন্য প্রয়োজনীয় পাঁচশো কোটি মার্কিন ডলার বরাদ্দ করেনি কংগ্রেস৷ বাজেটে এই অর্থ বরাদ্দ করতে বেঁকে বসেন ট্রাম্প বিরোধী ডেমোক্র্যাটরা৷
[দুর্ঘটনায় চালকের মৃত্যু, প্রতিবাদে দক্ষিণ কলকাতার ১৮টি রুটে বন্ধ অটো চলাচল]
প্রসঙ্গত, নির্বাচনী প্রচারেই মার্কিন প্রেসিডেন্ট আগেই জানিয়ে দিয়েছিলেন যে, অনুপ্রবেশ রুখতে মেক্সিকো সীমান্তে প্রাচীর নির্মাণের জন্য ৫০০ কোটি মার্কিন ডলার অর্থ বরাদ্দ না হলে বাজেট সংক্রান্ত কোনও আইনে স্বাক্ষর করবেন না৷ পাশাপাশি, ডেমোক্র্যাটরাও জানিয়েছিলেন, তাঁরা ১৩০ কোটি ডলারের বেশি অর্থ বরাদ্দ করাকে সমর্থন করবেন না। সূত্রের খবর, মার্কিন মুলুকে শাট ডাউনের প্রভাব কেবলমাত্র কলকাতা আমেরিকান সেন্টারেই পড়েনি, বিশ্বের সমস্ত দেশের মার্কিন দূতাবাসে পড়েছে৷
The post মার্কিন মুলুকে ‘শাট ডাউন’, কলকাতায় বন্ধ আমেরিকান সেন্টার appeared first on Sangbad Pratidin.