shono
Advertisement

Breaking News

Panchayat Election 2023: বাংলার ভোট হিংসায় আক্রান্তদের অসমে ‘আশ্রয়’ দেওয়ার প্রস্তাব হিমন্ত বিশ্বশর্মার! কড়া জবাব তৃণমূলের

হিমন্তর দাবি ১৩৩ জন ইতিমধ্যেই অসমে আশ্রয় নিয়েছে।
Posted: 04:30 PM Jul 11, 2023Updated: 04:30 PM Jul 11, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলার পঞ্চায়েত নির্বাচনে ‘আক্রান্ত’দের অসমে আশ্রয় দেওয়ার প্রস্তাব। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাকে (Himanta Biswa Sarma) তীব্র আক্রমণ শানাল তৃণমূল। হিমন্তর দাবি ইতিমধ্যেই বাংলা থেকে ১৩৩ জন ‘শরণার্থী’ অসমে আশ্রয় নিয়েছেন। আগামী দিনে আরও কেউ আশ্রয় চাইলে অসমের রাস্তা খোলা। তৃণমূল তাঁকে মনে করাল, হিমন্তর উচিত বাংলার দিকে না তাকিয়ে প্রতিবেশী রাজ্য মণিপুরের মানুষের পাশে দাঁড়ানো।

Advertisement

বস্তুত অসমের মুখ্যমন্ত্রী দাবি করেছেন, ভোট গণনার একদিন আগেই অসমে বাংলা থেকে ১৩৩ জন গিয়ে ‘আশ্রয়’ নিয়েছেন। রাজ্যের পঞ্চায়েত ভোটের ফল ঘোষণার দিনই হিমন্ত টুইটে দাবি করেন,”পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে (Panchayat Election 2023) হিংসার জেরে প্রাণভয়ে ১৩৩ জন মানুষ অসমের ধুবরি জেলায় আশ্রয় চেয়েছিলেন। আমরা তাঁদের সকলকে একটি ত্রাণ শিবিরে আশ্রয় দিয়েছি, তার সঙ্গে সঙ্গে খাদ্য ও চিকিৎসা ব্যবস্থার সহায়তাও দিয়েছি।”

[আরও পড়ুন: ভাঙড়ে নিজের ঘরেই হার আরাবুলের! গণনা শেষের আগেই ছাড়লেন গণনাকেন্দ্র]

হিমন্তর সেই টুইটের পর রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার ঘটা করে অসমের মুখ্যমন্ত্রীকে ‘ধন্যবাদ’ও জানিয়েছেন। টুইটে তিনি বলেন,”বাংলার বিরোধী দলের কর্মীদের বিশেষ করে বিজেপি কর্মীদের আশ্রয় দেওয়ার জন্য ধন্যবাদ। বাংলার বিজেপি (BJP) কর্মীরা বারবার ভোট অশান্তির শিকার হচ্ছেন। তাঁরা নিজেদের পরিবার নিয়ে অসমে গেলে নিরাপদ মনে করছেন।” শুভেন্দুর এই ধন্যবাদ বার্তার পালটা টুইটে আবার ঘুরিয়ে রাজ্যকে আক্রমণ করেন অসমের মুখ্যমন্ত্রী। এবার তিনি বলেন,”আমরা বাংলার মানুষকে সম্মানীয় প্রতিবেশী বলে মনে করি। আগের বিধানসভা নির্বাচনেও আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলাম। নিশ্চিন্তে থাকুন আমরা যে কোনও ধরনের মানবিক সাহায্যের জন্য প্রস্তুত।”

[আরও পড়ুন: পঞ্চায়েতের ফলাফল LIVE UPDATE: বিরোধীশূন্য হওয়ার পথে সিঙ্গুর, সব আসনে এগিয়ে তৃণমূল]

বস্তুত, গোটা কথোপকথনে তৃণমূল বা বাংলার সরকারের নাম সরাসরি না নিলেও পুরোটাই তৃণমূলকে কটাক্ষের সুরেই বলেছেন অসমের মুখ্যমন্ত্রী। যার পালটা এসেছে তৃণমূলের তরফেও। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের (Kunal Ghosh) বক্তব্য,”এই আশ্রয় দেওয়ার প্রস্তাবটা আসলে নোংরা রসিকতা। অসমের ডিটেনশন ক্যাম্পগুলির অবস্থা তো আমরা জানি। সেটা মানবাধিকার লঙ্ঘন নয়? মণিপুর যখন জ্বলছিল, তখন প্রধানমন্ত্রী কর্ণাটকের ভোটপ্রচার করছিলেন। আমেরিকায় নাটক করছিলেন সেটা নিয়ে তো কিছু বলছেন না।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement