shono
Advertisement

Breaking News

Rishi Kaushik

'বিবেক বিক্রি করব বলে লোক খুঁজছি', ফের ঋষি কৌশিকের নিশানায় স্ত্রী দেবযানী!

১২ বছরের দাম্পত্যে ফাটল! কেন বিবেক বেচার কথা বলছেন ঋষি কৌশিক?
Published By: Sandipta BhanjaPosted: 03:34 PM Aug 04, 2024Updated: 03:34 PM Aug 04, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাঙনের মুখে তারকাদম্পতি ঋষি কৌশিক এবং দেবযানীর বিয়ে। যিশু-নীলাঞ্জনার বিবাহ বিচ্ছেদের জল্পনার মাঝেই তাঁদের দাম্পত্য যন্ত্রণার খবর দাবানল গতিতে ছড়িয়ে পড়ে। বেশ কয়েক দিন ধরেই অভিনেতার সোশাল মিডিয়ায় মনখারাপ করা পোস্টের ভিড়! অভিনেত্রী দেবযানীর সঙ্গে আর একতলার ছাদের তলায় থাকেন না ঋষি। ডিভোর্সের জল্পনায় আরও সিলমোহর পড়ে যখন দেবযানী পালটা আইনি পদক্ষেপ করার কথা জানান। এবার ঋষি কৌশিকের (Rishi Kaushik) ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে ফের সোশাল পাড়ায় চর্চা।

Advertisement

ঋষি কৌশিক এবং দেবযানীর দাম্পত্য ফাটলের খবরের মাঝেই অভিনেতা সম্প্রতি আরেকটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন। যদিও সেই পোস্টের লেখা সৃংগৃহীত তবে ইঙ্গিতপূর্ণ। সেখানে লেখা- "চোখ বিক্রি করে আমি এই শহরে এসেছি। চারদিকে তাই কাউকে দেখি না। পথের মধ্যে একজন বলেছিল, কান দুটোও রেখে যাও। রেখে এলাম। এখন আমি আর ভালো-মন্দ কিছু শুনি না। তবে মাঝে মাঝে খুব খারাপ লাগে এই শহরে। একজনকে বললাম, এই খারাপ লাগার কারণ কী? বললেন, বোকা ছেলে সব বিক্রি করেছ, বিবেকটা বিক্রি না করলে তো এমন হবেই।
এরপর এই শহরে আমি একজন ভালো ক্রেতা খুঁজে বেড়াচ্ছি। কয়েকজনকে পেয়ে বললাম, একটা বিবেক ছিল। খুব কমে বেচতে চাই। নেবেন ভাই? বললেন, মাথা খারাপ ! আমরা এইমাত্রই নিজেদের বিবেকও বেচে দিয়ে এলাম।" অভিনেতার এহেন পোস্টে সহমর্মী হয়ে ভালো থাকার বার্তা দিয়েছেন অনুরাগীরা।

[আরও পড়ুন: বাস্তবের অপর্ণারা একজোট হলে পৃথিবী আরও সুন্দর হত, বোঝাল ‘নষ্টনীড় ২’]

সম্প্রতি ফেসবুক লাইভে অভিনেতার বিস্ফোরক মন্তব্য শুনে হতভম্ব হয়ে গিয়েছিলেন অনুরাগীরা। ১২ বছরের এক দাম্পত্য যন্ত্রণার কথা ভাগ করে নিয়েছিলেন তিনি। যদিও কারও নাম নেননি। তবে তাঁদের বিয়ের বয়সও ১২। উহ্য রেখেই এক দম্পতির পথচলার গল্প শেয়ার করেন অভিনেতা। ঋষি কৌশিক যে গল্প বলেন, তার সারমর্ম করলে দাঁড়ায়, “বিয়ের আগেই মেয়েটির বিপরীতধর্মী জীবনযাপনের আভাস পায় ছেলেটি। তবে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া হয় যে, বিয়ের পর পরিস্থিতি বদলে যাবে। কিন্তু হিতে বিপরীত হয় পরিস্থিতি। বদলানো তো দূরঅস্ত ঋষির কথায়, মেয়েটি আরও বেপরোয়া হয়ে ওঠে। এবং ক্রমাগত ছেলেটির জীবনে সর্বত্র নাক গলাতে শুরু করে। জীবনে যখন অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয় তখন, ছেলেটি বোঝায়, যে তাঁর পক্ষে আর থাকা সম্ভব হচ্ছে না এভাবে।” এবং একথা বলার পরই অভিনেতা আরও মারাত্মক অভিযোগ তোলেন যে, “মেয়েটিকে সুস্থ পথে বিচ্ছেদের কথা জানালেই সে নাকি থানা-পুলিশ এবং বড় কর্তাদের ভয় দেখায়।” ঋষি কৌশিকের দাম্পত্য যন্ত্রণার কাহিনি নিয়ে যখন সোশাল মিডিয়ায় চর্চা নিরন্তর, ঠিক সেই সময়েই স্ত্রী দেবযানী একটি পোস্ট করে জানান, তিনি মানসিকভাবে বিধ্বস্ত। ঋষি নিজের দোষ ঢাকতেই এসব কথা বলছেন। দেবযানী আইনজীবীর পরামর্শ নিচ্ছেন আপাতত। এর বেশি কিছু বলেত চাননি অভিনেত্রী দেবযানী।

[আরও পড়ুন: মায়ের কথাই শিরোধার্য, বেশি বয়সেও দাদার বিয়ে দিয়ে কর্তব্য পালন অপরাজিতা আঢ্যর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • ভাঙনের মুখে তারকাদম্পতি ঋষি কৌশিক এবং দেবযানীর বিয়ে।
  • ডিভোর্সের জল্পনায় আরও সিলমোহর পড়ে যখন দেবযানী পালটা আইনি পদক্ষেপ করার কথা জানান।
  • এবার ঋষি কৌশিকের ইঙ্গিতপূর্ণ পোস্ট নিয়ে ফের সোশাল পাড়ায় চর্চা।
Advertisement