shono
Advertisement

Breaking News

বয়কট বিতর্কের মধ্যেই ‘পুরনো বন্ধু’রা মোদির পাশে, নতুন সংসদের উদ্বোধনে থাকছে একাধিক দল

সব মিলিয়ে কমবেশি ১৫টি দল ওই অনুষ্ঠানে অংশ নেবে।
Posted: 09:34 AM May 25, 2023Updated: 09:46 AM May 25, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সংসদের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠান বয়কট করাকে কেন্দ্র করে বিরোধীরা যখন একজোট হওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই খানিক স্বস্তির নিঃশ্বাস গেরুয়া শিবিরে। বিজেপির পুরনো বন্ধু তথা এনডিএ-র (NDA) পুরনো শরিকরা ধীরে ধীরে ভিড়ছেন গেরুয়া শিবিরেই। বিরোধীদের বয়কটের ডাক প্রত্যাখ্যান করে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে চলেছে একাধিক তথাকথিত বিরোধী দল।

Advertisement

বিজেপির একসময়ের বন্ধু তথা অন্ধ্রের প্রাক্তন শাসকদল টিডিপি (TDP) জানিয়ে দিয়েছে, সংসদের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবে তারা। ২০১৯ লোকসভা নির্বাচনের আগে টিডিপি সুপ্রিমো চন্দ্রবাবু নায়ডু বিরোধী জোট নিয়ে বেশ উৎসাহ দেখিয়েছিলেন। উনিশের লোকসভা এবং অন্ধ্র বিধানসভায় ধাক্কা খাওয়ার পর চন্দ্রবাবুর উৎসাহ হঠাৎ উবে যায়। ধীরে ধীরে তিনি ফের গেরুয়া শিবিরে ভিড়ছেন। তাৎপর্যপূর্ণভাবে বিজেপির আরেক প্রাক্তন জোটসঙ্গী শিরোমণি অকালি দলও ২৮ মে সংসদের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবে।

[আরও পড়ুন: নীতি আয়োগের বৈঠকে যোগ দিচ্ছেন না মমতা, মোদি সরকারের সঙ্গে সংঘাত আরও তীব্র!]

এ তো গেল বিজেপির প্রাক্তন জোটসঙ্গীদের কথা। যে সব তথাকথিত অবিজেপি-অকংগ্রেসি দলকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুঃসময়ে পাশে পেয়েছেন, তারা আবারও মোদির (Narendra Modi) পাশে দাঁড়িয়ে গিয়েছে। এই তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য নাম ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। গত একমাসে নবীনের সঙ্গে দেখা করেছেন বিরোধী শিবিরের দুই হেভিওয়েট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং নীতীশ কুমার। তাতে অবশ্য বিশেষ লাভ হল না বিজেডি (BJD) জানিয়ে দিয়েছে, তাঁরা সরকারি অনুষ্ঠানে হাজির থাকবে। অন্ধ্রের শাসক দল ওয়াইএসআর কংগ্রেস পার্টিও উপস্থিত থাকবে নতুন সংসদের উদ্বোধনে। তেলেঙ্গানার শাসকদল টিআরএস, যারা কিনা কিছুদিন আগে পর্যন্ত প্রবল বিজেপি বিরোধিতা করে যাচ্ছিল, কর্ণাটকে কংগ্রেস (Congress) জিততেই তাঁরাও অবস্থান বদলের ইঙ্গিত দিচ্ছে। সূত্রের খবর, নতুন সংসদের উদ্বোধনী অনুষ্ঠানে থাকতে পারে কেসিআরের (KCR) দল। যদিও বিআরএসের তরফে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি।

[আরও পড়ুন: বৃহস্পতিবার এগরার খাদিকুলে যাচ্ছেন মমতা! দেখা করতে পারেন নিহতদের পরিবারের সঙ্গে]

এদিকে বর্তমানে যে কটা দল এনডিএ (NDA) জোটে রয়েছে, তাঁরাও এককাট্টা। বিরোধীদের পালটা একটি বিবৃতি দিয়েছে এনডিও। সেই বিবৃতিতে সই করেছে এআইএডিএমকে, জেজেপির মতো কয়েকটি দল। জানা গিয়েছে, সব মিলিয়ে কমবেশি ১৫টি দল ওই অনুষ্ঠানে অংশ নেবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement