shono
Advertisement
Revenue Secretary

নতুন রাজস্ব সচিব হলেন অরবিন্দ শ্রীবাস্তব, আমলা পদে বড়সড় রদবদল কেন্দ্রের

বেশ কয়েকটি মন্ত্রকের সচিবদেরও বদল করা হয়েছে। 
Published By: Suchinta Pal ChowdhuryPosted: 06:14 PM Apr 18, 2025Updated: 06:34 PM Apr 18, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমলা পদে মধ্যে বড়সড় রদবদল কেন্দ্রের। নতুন রাজস্ব সচিব হিসাবে নিয়োগ করা হল আইএএস অফিসার অরবিন্দ শ্রীবাস্তবকে। বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর দপ্তরের অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন। অর্থ মন্ত্রকের পাশাপাশি বেশ কয়েকটি মন্ত্রকের সচিবদেরও বদল করা হয়েছে। 

Advertisement

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, আজ শুক্রবার এই আমলা পদে রদবদল করেছে কেন্দ্র। অরবিন্দ শ্রীবাস্তবকে নিয়োগ করা হয়েছে নতুন রাজস্ব সচিব হিসাবে। ১৯৯৪ ব্যাচের কর্নাটক ক্যাডারের আইএএস অফিসার তিনি। বর্তমানে প্রধানমন্ত্রীর দপ্তরের অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন। মন্ত্রিসভার নিয়োগ কমিটি (ACC) অরবিন্দের নাম অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগের সচিব হিসেবে অনুমোদন করেছে। বেসামরিক বিমান পরিবহণ সচিব ভুমলুনমাং ভুয়ালনামকে ব্যয় বিভাগের সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। তিনি মনোজ গোভিলের স্থলাভিষিক্ত হবেন।

অন্যদিকে, মনোজ গোভিলকে মন্ত্রীসভার সচিবালয়ের সমন্বয় সচিব হিসাবে নিযুক্ত করা হয়েছে। ১৯৯৪ ব্যাচের মধ্যপ্রদেশ ক্যাডারের আইএএস অফিসার বিবেক আগরওয়াল, যিনি বর্তমানে রাজস্ব বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত, তাঁকে সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে। বর্তমানে তিনি ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট-ইন্ডিয়া (এফআইইউ-আইএনডি) এর পরিচালকের দায়িত্বও পালন করছেন। অন্যদিকে, নতুন ও পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রকের সচিব নিযুক্ত হলেন আইএএস অফিসার সন্তোষ কুমার সারঙ্গি। জানা গিয়েছে, আমলাতন্ত্র পুনর্গঠনের অংশ হিসেবে কেন্দ্রীয় সরকার গুরুত্বপূর্ণ দপ্তরগুলোগুলোতে অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও নিয়োগ করা হয়েছে। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • আমলা পদে মধ্যে বড়সড় রদবদল কেন্দ্রের।
  • নতুন রাজস্ব সচিব হিসাবে নিয়োগ করা হল আইএএস অফিসার অরবিন্দ শ্রীবাস্তবকে।
  • বর্তমানে তিনি প্রধানমন্ত্রীর দপ্তরের অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন।
Advertisement