shono
Advertisement

এক দেশ, এক নির্বাচনের জন্য গঠিত কেন্দ্রের কমিটিতে নাম অধীর-অমিত শাহর, রয়েছেন আজাদও

মোট ৮ সদস্যের ওই কমিটির নেতৃত্বে রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ।
Posted: 08:10 PM Sep 02, 2023Updated: 08:26 PM Sep 02, 2023

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক দেশ এক নির্বাচন সংক্রান্ত কেন্দ্রের কমিটিতে ঠাঁই পেলেন লোকসভার কংগ্রেসের দলনেতা অধীর রঞ্জন চৌধুরীও (Adhir Ranjan Chowdhury)। মোট ৮ সদস্যের ওই কমিটির নেতৃত্বে রয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ। ৮ সদস্যের কমিটিতে সরকারের তরফে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রয়েছেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ গুলাম নবি আজাদও।

Advertisement

এক দেশ এক নির্বাচন (One Nation One Election) সংক্রান্ত কমিটিতে একাধিক গুরুত্বপূর্ণ সরকারি সংস্থার প্রাক্তন আধিকারিকদের রাখা হয়েছে। যেমন রয়েছেন পঞ্চদশ অর্থ কমিশনের চেয়ারম্যান এন কে সিং। তেমনই রয়েছেন লোকসভার প্রাক্তন সাধারণ সচিব সুভাষ কাশ্যপ এবং বর্ষীয়ান আইনজীবী হরিশ সালভে। প্রাক্তন চিফ ভিজিল্যান্স কমিশনার সঞ্জয় কোঠারি। বিতর্ক এড়াতে কংগ্রেসের (Congress) লোকসভার নেতা অধীরকেও রাখা হয়েছে। রাজ্যসভার প্রাক্তন বিরোধী দলনেতা তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী গুলাম নবি আজাদও রয়েছেন। আজাদ অবশ্য মোদির সঙ্গে সুসম্পর্কের সুবাদেই ওই কমিটিতে জায়গা পেয়েছেন বলে মনে করা হচ্ছে।

[আরও পড়ুন: ‘রিভলবারের একটি গুলিই যথেষ্ট’, সৌরভের গ্রেপ্তারিতে যাদবপুরের রেজিস্ট্রারকে হুমকি চিঠি]

কমিটির কাজ হবে এই মুহূর্তে দেশে একসঙ্গে লোকসভা এবং সব রাজ্যের বিধানসভা ভোট একসঙ্গে করানো সম্ভব কিনা সেটা খতিয়ে দেখা। সেক্ষেত্রে কী কী সমস্যা আসতে পারে, বা সেই সমস্যার সমাধান কী সবটা খতিয়ে দেখে রিপোর্ট দেবে প্রাক্তন রাষ্ট্রপতির নেতৃত্বাধীন কমিটি।

[আরও পড়ুন: মিলল সবুজ সংকেত, এয়ার ইন্ডিয়ার সঙ্গে মিশে যাচ্ছে বিমান সংস্থা ভিস্তারা]

উল্লেখ্য, আগামী ১৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত সংসদে বিশেষ অধিবেশনের (Parliament Special Session) ডাক দিয়েছে কেন্দ্র। কিন্তু ওই বিশেষ অধিবেশনে কোন কোন বিষয়ে আলোচনা হবে সেব্যাপারে এখনও পর্যন্ত মুখে কুলুপ মোদি সরকারের। তবে গুঞ্জন, ‘ওয়ান নেশন, ওয়ান ইলেকশন’ বিল সম্ভবত পেশ করা হবে এবারের অধিবেশনে। সেই গুঞ্জনের মধ্যেই এই কমিটি গঠনের খবর বেশ তাৎপর্যপূর্ণ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement