shono
Advertisement

Breaking News

Amit Shah

'৪ জুনের আগে শেয়ার কিনে ফেলুন', দেশবাসীকে কেন এমন পরামর্শ দিলেন অমিত শাহ?

গত কয়েকদিন ধরে শেয়ার বাজারে ব্যাপক ধস নেমেছে।
Published By: Anwesha AdhikaryPosted: 02:07 PM May 13, 2024Updated: 03:26 PM May 13, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৪ জুনের আগে শেয়ার কিনে ফেলুন। দেশবাসীকে এই পরামর্শ দিলেন অমিত শাহ (Amit Shah)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, এবার চারশোরও বেশি আসন পেয়ে ফের সরকার গড়বে এনডিএ। তার জেরে আবারও উর্ধ্বমুখী হবে শেয়ার বাজার। ফলে ওই সময়ে বিশাল মুনাফা পাবেন বিনিয়োগকারীরা।

Advertisement

দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচন (Lok Sabha 2024)। কিন্তু সেই সময়েই ধাক্কা খেয়েছে শেয়ার বাজার। সেনসেক্স ও নিফটি দুই সূচকই অনেকখানি নেমে গিয়েছে। ফলে বড়সড় লোকসানের মুখে পড়েছেন বিনিয়োগকারীরা। এহেন পরিস্থিতিতে বিশেষজ্ঞদের একাংশের অনুমান, হয়তো লোকসভা নির্বাচনে হারবে বিজেপি। দেশে প্রতিষ্ঠিত হবে নতুন সরকার। সেই বিষয়টি আঁচ করতে পেরেই অস্থির হয়ে পড়ছে শেয়ার বাজার। বারবার ধস নামছে সূচকে।

[আরও পড়ুন: গাড়ির সামনে আচমকা লাফিয়ে পড়ল বাঁদর, বাঁচাতে গিয়ে ট্যাঙ্কারে ধাক্কা, মৃত্যু ৩ ব্যাঙ্ককর্মীর

তবে এই সম্ভাবনা একবারে উড়িয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নির্বাচন চলাকালীনই একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে বলেন, "নির্বাচনের সঙ্গে শেয়ার বাজারকে জড়িয়ে ফেলা ঠিক নয়। সূচক ওঠাপড়ার সঙ্গে ভোটের সম্পর্ক না থাকাই উচিত। তবে যদি এমন গুজব ছড়ায় যে বিজেপির খারাপ ফলের আশঙ্কায় শেয়ার বাজারে ধস নামছে, তাহলে আমি বলব ৪ জুনের আগেই সমস্ত শেয়ার কিনে ফেলুন।"

আগামী ৪ জুন ভোটগণনা। ওইদিন ব্যাপক ভোটে জয়ী হবেন বলে আত্মবিশ্বাসী শাহ। সাক্ষাৎকারে তিনি বলেন, "শেয়ার বাজার (Share Market) আবারও উর্ধ্বমুখী হবে। কারণ স্থায়ী সরকার থাকলে স্টক মার্কেটে যথেষ্ট লাভ হয়। সেই জন্যই আমি বলছি, চারশোরও বেশি আসন নিয়ে আমরা ক্ষমতায় ফিরব। স্থায়ী মোদি সরকার গঠিত হবে। তার পরেই চড়চড়িয়ে বাড়বে শেয়ার বাজার।" উল্লেখ্য, সোমবারও বাজার খোলার পরে ৭০০ পয়েন্ট পড়ে গিয়েছে সেনসেক্স (Sensex)। আপাতত ৭২ হাজারের ঘরেই রয়েছে সেনসেক্সের সূচক।

[আরও পড়ুন: ভোট প্রচারে বেরিয়ে নিজেই করলেন রান্না, লঙ্গরখানায় খাবারও পরিবেশন মোদির

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিশেষজ্ঞদের একাংশের অনুমান, হয়তো লোকসভা নির্বাচনে হারবে বিজেপি।
  • দি এমন গুজব ছড়ায় যে বিজেপির খারাপ ফলের আশঙ্কায় শেয়ার বাজারে ধস নামছে, তাহলে আমি বলব ৪ জুনের আগেই সমস্ত শেয়ার কিনে ফেলুন, মত অমিত শাহের।
  • সোমবারও বাজার খোলার পরে ৭০০ পয়েন্ট পড়ে গিয়েছে সেনসেক্স। আপাতত ৭২ হাজারের ঘরেই রয়েছে সেনসেক্সের সূচক।
Advertisement