সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। বুধবার রাত ন’টা নাগাদ তাঁকে ভরতি করা হয় দিল্লির এইমসে৷ সেখানেই চিকিৎসা চলছে তাঁর৷ সোয়াইন ফ্লু’র বিষয়টি নিজেই টুইটারে জানিয়েছেন শাহ৷ তিনি লেখেন, “সোয়াইন ফ্লু হয়েছে। চিকিৎসা শুরু হয়েছে। ঈশ্বর এবং আপনাদের আশীর্বাদে খুব দ্রুতই সুস্থ হয়ে উঠব আশা করছি।” বিজেপির সর্বভারতীয় সভাপতির এই হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় অনিশ্চিত হয়ে গিয়েছে রাজ্য বিজেপির আসন্ন কর্মসূচি৷ চলতি সপ্তাহে এ রাজ্যে পাঁচটি জনসভা করার কথা রয়েছে শাহের৷ সেই কর্মসূচি কতটা সফল হবে তা নিয়ে ধন্দে পড়েছে বিজেপি নেতৃত্ব৷
[ঘরে ফিরলেন ‘উধাও’ বিধায়করা, কিছুটা স্বস্তিতে কুমারস্বামী ]
সংবাদ সংস্থা সূত্রের খবর, বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট নিয়ে বুধবার এইমসে ভরতি হন শাহ৷ পরীক্ষার পর চিকিৎসকরা নিশ্চিত হন সোয়াইন ফ্লুর বিষয়ে৷ এইমস-এর ডিরেক্টর রণদীপ গুলেরিয়ার তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয়েছে শাহের৷ চিকিৎসকদের গভীর পর্যবেক্ষণে রয়েছেন তিনি৷ প্রতিনিয়ত শাহের খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ অমিত শাহের দ্রুত আরোগ্য কামনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-সহ বিজেপির অন্যান্য নেতারা৷ টুইট করে শাহকে আরোগ্য কামনা করেছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষও৷ বিরোধী কংগ্রেসও টুইট করে শাহের সুস্থতার কামনা করেছে৷
[‘ওঁর জন্য ভাবনা হচ্ছে’, বললেন কনকের বান্ধবী বিন্দু]
এদিকে, মঙ্গলবার সুপ্রিম কোর্টের রায়ে খারিজ হয়ে গিয়েছে বাংলায় বিজেপির রথযাত্রা৷ ফলে ইতিমধ্যেই সেই কর্মসূচি বাতিল ঘোষণা করেছে রাজ্য বিজেপি। ঘোষণা করেছে বিকল্প কর্মসূচির। তাঁরা জানিয়েছে, তৃণমূলের ব্রিগেড সমাবেশের পর, আগামী ২০, ২১ ও ২২ জানুয়ারি রাজ্য জুড়ে পাঁচটি জনসভা করবেন তাঁরা। ওই জনসভায় থাকার কথা রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহেরও। কিন্তু বুধবার থেকে সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়েছেন পড়েছেন শাহ। এমন অবস্থায় অনিশ্চিত হয়ে পড়েছে রাজ্য বিজেপির জনসভা কর্মসূচি৷
The post সোয়াইন ফ্লু’তে আক্রান্ত অমিত শাহ, অনিশ্চিত রাজ্য বিজেপির কর্মসূচি appeared first on Sangbad Pratidin.