shono
Advertisement

Breaking News

‘কীভাবে চোট লাগল মমতার, ভগবানই জানেন’, খোঁচা শাহর

রাজনৈতিক হত্যা নিয়ে তৃণমূল সরকারকে কটাক্ষ অমিত শাহের।
Posted: 03:01 PM Mar 15, 2021Updated: 03:26 PM Mar 15, 2021

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোটের আবহে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোট নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। সোমবার রানিবাঁধের জনসভায় মমতার দ্রুত আরোগ্য কামনা করেও তাঁকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ (Amit Shah)। সভা থেকে শাহের খোঁচা, “মমতা দিদির পায়ে চোট লেগেছে। তৃণমূল বলছে, ষড়যন্ত্র হয়েছে। কমিশন বলছে, দুর্ঘটনায় চোট পেয়েছেন। ভগবানই জানেন সত্যিটা কী?” এর পরই বাংলায় বিজেপি নেতা-কর্মীদের হত্যার প্রসঙ্গ তুলে আনলেন শাহ।

Advertisement

সভামঞ্চ থেকে অমিত শাহের কটাক্ষ, “বাংলায় কমিউনিস্ট সরকারের বিদায়ের সঙ্গে সঙ্গে মানুষ ভেবেছিল, এ রাজ্যে রাজনৈতিক হিংসা কমবে। কিন্তু ইতিমধ্যে বিজেপির ১৩০ জন নেতা-কর্মীকে হত্যা করা হয়েছে। মমতা দিদির পায়ে চোটের জন্য সকলে দুঃখিত। হুইলচেয়ারে ঘুরছেন তিনি। কিন্তু এতজন রাজনৈতিক নেতাকর্মীর মৃত্যুতে তো উনি দুঃখ পাননি? তাঁদের মায়েদের জন্য চোখের জল ফেলেননি।” এর পরই শাহের চ্যালেঞ্জ, “বাংলার মানুষ ইভিএমে জবাব দেবেন।” এদিনও বাংলার কাটমানি-সিন্ডিকেট-অনুপ্রবেশ কালচার নিয়ে আক্রমণ করেন বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি।এ রাজ্যে সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন, আয়ুষ্মান ভারত প্রকল্প কার্যকর করারও প্রতিশ্রুতি দিলেন তিনি।

[আরও পড়ুন : ‘এক মহিলাকে আক্রমণ করে চূর্ণ-বিচূর্ণ হবে বিজেপি’, নন্দীগ্রামে হামলার তত্ত্বেই অনড় অভিষেক]

ভোট যত কাছে আসছে ততই রাজনৈতিক উত্তাপ বাড়ছে বঙ্গে। আক্রমণের ঝাঁজ বাড়াচ্ছে রাজনৈতিক দলগুলি। এর মাঝেই নন্দীগ্রামে গিয়ে চোট পান মমতা। সেই ‘ঘটনা’কে কেন্দ্র করে রাজ্য রাজনীতির পারদ চড়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী চোট পেলেও খোঁজ নেননি প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী। তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।  তৃণমূল নেতা-কর্মীরা বলছেন, দলনেত্রীর উপর হামলা হয়েছে। কমিশন সেই অভিযোগ উড়িয়ে দিয়েছে। এদিকে খড়গপুরের রবিবারের ব়্যালি থেকে মমতার আরোগ্য কামনা করেছিলেন অমিত শাহ। এবার সোমবার সেই চোট নিয়ে মমতাকে বিঁধলেন শাহ। 

[আরও পড়ুন : ‘কীভাবে চোট লাগল মমতার, ভগবানই জানেন’, খোঁচা শাহর]

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup অলিম্পিক`২৪ toolbarvideo শোনো toolbarshorts রোববার