রূপায়ণ গঙ্গোপাধ্যায়: শিওরে পুরভোট এবং তারপর বিধানসভা নির্বাচন৷ দুর্গাপুজোর পর থেকেই শুরু হয়ে যাবে ২৯৪ কেন্দ্রের প্রার্থী বাছাইয়ের কাজ৷ এই পরিস্থিতে দলের সংগঠনের ফাঁকফোকর মেরামতে দিলীপ ঘোষ-মুকুল রায়দের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন অমিত শাহ৷
[ আরও পড়ুন: ‘মমতার নির্দেশে বিজেপি কর্মীর দেহ নিয়ে পালিয়েছে পুলিশ’, বিস্ফোরক মুকুল রায় ]
রাজ্য বিজেপি সূত্রে খবর, আগামিকাল অর্থাৎ বুধবার সকাল ১১টায় দিল্লিতে অমিত শাহের বাসভবনে হতে চলেছে এই বৈঠক৷বৈঠকে থাকছেন দিলীপ ঘোষ, মুকুল রায়, রাহুল সিনহা, সুব্রত চট্টোপাধ্যায়রা। এবার থেকে প্রতিমাসে এই বৈঠক হবে৷ জানা গিয়েছে, বৈঠকে মূলত বিজেপির সংগঠন নিয়ে নেতাদের সঙ্গে কথা বলবেন শাহ৷ লোকসভা ভোটে এ রাজ্যে বিপুল সাফল্যের রেশ যাতে আসন্ন পুরভোট এবং ২০২১-এর বিধানসভা নির্বাচন পর্যন্ত ধরে রাখতে পারে দল, সেমতো কাজের নির্দেশ দেবেন তিনি৷ সম্প্রতি রাজ্য সফরে এসে বিজেপির সংগঠনের খোঁজ নিয়েছেন আরএসএস প্রধান মোহন ভগবত৷ লোকসভায় তৃণমূল বিরোধী ভোটকে বিজেপির ভোট ব্যাংকে পরিণত করার নির্দেশ দিয়েছেন তিনি৷ এই পরিস্থিতিতে রাজ্য বিজেপির সংগঠনের বর্তমান অবস্থা নেতাদের থেকে বুঝে নেবেন অমিত শাহ৷
[ আরও পড়ুন: এনআরএসের মর্গ থেকে নানুরের বিজেপি কর্মীর দেহ ‘চুরি’, এন্টালি থানায় FIR স্ত্রীর ]
বিজেপি সূত্রে খবর, এছাড়া দলের মধ্যে ওঠা বিভিন্ন ইস্যু নিয়েও রাজ্য নেতাদের সঙ্গে কথা বলবেন অমিত শাহ। নতুন ও পুরনো দ্বন্দ্বের যে ছবি বারবার রাজ্য বিজেপিতে সামনে আসছে, তা মেটানোর পরামর্শ দেবেন তিনি৷ সকলকে একসঙ্গে কাজের বার্তা দেবেন৷ তবে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ এবং শীর্ষ নেতা মুকুল রায়ের সাম্প্রতিক দ্বন্দ্বের বিষয়ে তিনি মুখ খোলেন কিনা , এখন সেটাই দেখার বিষয়৷ বিজেপির একাংশের অনুমান, মুখোমুখি বসিয়ে দুই নেতাকে দ্বন্দ্ব মেটানোর নির্দেশ দিতে পারেন শাহ৷ তাঁদের মন্তব্যকে ঘিরে দলের মধ্যে যে অস্বস্তি তৈরি হচ্ছে, তাও বুঝিয়ে দিতে পারেন তিনি৷
The post টার্গেট ২০২১, সাংগঠনিক ফাঁকফোকর নিয়ে দিলীপ-মুকুলদের সঙ্গে বৈঠকে অমিত শাহ appeared first on Sangbad Pratidin.