রূপায়ন গঙ্গোপাধ্যায়: প্রধানমন্ত্রী আসার আগেই কলকাতায় আসতে পারেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। এখনও পর্যন্ত ঠিক রয়েছে ২৯ জানুয়ারি বাংলায় আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
জানা গিয়েছে, দলের ব্রিগেড সমাবেশে প্রধান বক্তা প্রধানমন্ত্রী। কিন্তু সুপ্রিম কোর্টের অনুমতি মিললে সংক্ষিপ্ত হলেও রথযাত্রা যদি শুরু হয়, তাহলে কিছু নির্দিষ্ট কর্মসূচিতে রদবদল হতে পারে। তবে ২৯ জানুয়ারি মোদি আসার আগে রাজ্যে আসবেন অমিত শাহ। কলকাতায় সাংবাদিক সম্মেলন ও কোনও প্রেক্ষাগৃহে সভা করার পাশাপাশি রাজ্যে দু-তিনটি সভা করতে পারেন তিনি। রাজ্য বিজেপির তিন শীর্ষ নেতৃত্ব মুকুল রায়, প্রতাপ বন্দ্যোপাধ্যায় ও সায়ন্তন বসু কয়েকদিন ধরেই দিল্লিতে রয়েছেন। সেখানে কৈলাস বিজয়বর্গীয়র সঙ্গে একাধিক বৈঠকও হয়েছে। বুধবারই দিল্লিতে বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেত্রী মৌসুমি চট্টোপাধ্যায়।
এদিকে, রথযাত্রা নিয়ে কাল বা শুক্রবার সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। সায়ন্তন এখন দিল্লিতে রয়েছেন। সায়ন্তন জানালেন, ৫ জানুয়ারি কলকাতায় রাজ্য নেতৃত্ব বৈঠকে বসে অমিত শাহর সফর-সহ দলের কর্মসূচি চূড়ান্ত করবে। রথযাত্রা যদি শুরু হয় তাহলে ২৯ জানুয়ারি মোদি ব্রিগেডে সভা করবেন নাকি ওইদিন রাজ্যের অন্য দুটি জায়গায় যেখানে রথ থাকবে সেখানে তাঁকে দিয়ে সভা করানো হবে। সেক্ষেত্রে ব্রিগেড পিছিয়ে ৭ ফেব্রুয়ারি করা হবে। এসবই অবশ্য আলোচনাস্তরে রয়েছে। ৫ জানুয়ারি কলকাতায় সবটাই চূড়ান্ত হবে।
[সরকারি হাসপাতালে ডাক্তার দেখাতে গেলে লাগবে রেশন কার্ড!]