সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ২৯ তারিখ ধর্মতলায় মেগা সম্মেলন বিজেপির (BJP)। ১০০ দিনের কাজের টাকা নিয়ে তৃণমূলের ‘বঞ্চনা’ আন্দোলনের পালটা হিসেবে ২১ জুলাইয়ের সভাস্থলেই সমাবেশের আয়োজন করেছে বঙ্গ বিজেপি। প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে(Amit Shah)। বুধবার ভিক্টোরিয়া হাউসের সামনে বিজেপির সেই সভায় হাজির থাকবেন শাহ, সোমবার তিনি সফরের কথা নিশ্চিত করেছেন বলে সূত্রের খবর। তবে বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোটে প্রচারের কাজে তিনি ব্যস্ত। তাই কলকাতায় (Kolkata) বস্তুত ঝটিকা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
সূত্রের খবর, আগামী বুধবার বেলা ১১টা ৫ নাগাদ দিল্লি (Delhi)থেকে ভারতীয় বায়ুসেনার বিমানে কলকাতার (Kolkata) উদ্দেশে রওনা দেবেন অমিত শাহ। কলকাতা বিমানবন্দরে তা পৌঁছনোর কথা দুপুর ১টা নাগাদ। এর পর কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে রেসকোর্সের রয়্যাল ক্যালকাটা টার্ফ কোর্সে নামবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে গাড়ি করে আসবেন ধর্মতলায় বিজেপির সভা মঞ্চ অর্থাৎ ভিক্টোরিয়া হাউসের সামনে। দুপুর ২টো থেকে মঞ্চে বক্তব্য রাখতে পারেন অমিত শাহ। সেখানে বিকেল ৩টে ১৫ মিনিট পর্যন্ত থাকার কথা। তার পর একই পথে ফের দিল্লির উদ্দেশে রওনা দেবেন তিনি। ৩টে ৪৫ মিনিট নাগাদ কলকাতা থেকে দিল্লিগামী বিমান রয়েছে। সন্ধের মধ্যে দিল্লি পৌঁছে যাবেন শাহ।
[আরও পড়ুন: শুভেন্দুর সভার আগে বীরভূমে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, ধ্রুব সাহার বিরুদ্ধে ‘চোর’ পোস্টার]
এদিকে, পুলিশের বাধা কাটিয়ে হাই কোর্টে এই সভার অনুমতি মিলতেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল বিজেপির অন্দরে। সূত্রের খবর, কলকাতার এই সমাবেশে যোগ দেওয়ার জন্য জেলা থেকে দলের কর্মী, সমর্থকদের নিয়ে আসার ব্যবস্থা করছে বঙ্গ বিজেপি। উত্তরবঙ্গ থেকে বিশেষ ট্রেন, বাস বুক করা হয়েছে বলে খবর। সোমবার অমিত শাহ নিজে এই কর্মসূচিতে যোগদানের বিষয়টি নিশ্চিত করার পর তৎপরতা আরও বেড়েছে গেরুয়া শিবিরে।