shono
Advertisement

‘ভিত্তিহীন কুৎসা’রটানোর অভিযোগে মানহানির মামলা অমিত শাহর পুত্রের

অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে ১০০ কোটির মামলাই দায়ের করলেন জয়৷ The post ‘ভিত্তিহীন কুৎসা’ রটানোর অভিযোগে মানহানির মামলা অমিত শাহর পুত্রের appeared first on Sangbad Pratidin.
Posted: 11:24 AM Oct 09, 2017Updated: 06:43 AM Oct 09, 2017

বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহর পুত্র জয় শাহর ব্যবসায়িক লেনদেন নিয়ে কংগ্রেস ও বিজেপির মধ্যে তরজা শুরু হয়েছে৷ একটি অনলাইন নিউজ পোর্টালের প্রতিবেদনে দাবি করা হয়, মাত্র এক বছরের মধ্যে শাহ-পুত্রের ব্যবসা ১৬ হাজার শতাংশ বৃদ্ধি পেয়েছে। এরপরই কংগ্রেস বিষয়টিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জবাব দাবি করে। অবশ্য কংগ্রেসের দাবিকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি৷ রবিবার বিকেলে বিজেপির সদর দপ্তরে সাংবাদিক বৈঠক করে রেলমন্ত্রী ও বিজেপির প্রথম সারির নেতা পীযূষ গোয়েল ওয়েব পোর্টালের ওই প্রতিবেদনকে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। জানান, প্রতিবেদক ও সংশ্লিষ্ট নিউজ পোর্টালের বিরু‌দ্ধে শাহ-পুত্র আইনি ব্যবস্থা নেবেন৷ ইতিমধ্যেই ‘ভিত্তিহীন কুৎসা’ রটানোর অভিযোগে সেই মামলা করেছেন জয়৷

Advertisement

[ফের বিতর্কে ঋতব্রত, এবার বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ]

রবিবার গোয়েল বলেছিলেন, বিজেপির পক্ষ থেকেও এই প্রতিবেদনের তীব্র সমালোচনা করা হচ্ছে৷ প্রতিবেদনে দলের সভাপতির নাম ও ছবি ব্যবহার করে তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা হয়েছে বলেই মনে করছে দল৷ প্রতিবেদনটি নিয়ে কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধীও টুইট করে সমালোচনা করেছেন৷ কংগ্রেস নেতা কপিল সিবাল বিষয়টিতে তদন্তের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়েছেন। কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টি নিয়ে হইচই করারও তীব্র সমালোচনা করেছেন গোয়েল৷ গান্ধী পরিবারের জামাই রবার্ট ওয়াধেরাকে নিয়ে পালটা আক্রমণ করতে ছাড়েননি তিনি৷ ধিংড়া কমিটির রিপোর্টকে আটকাতে কংগ্রেস যে আদালাতের দ্বারস্থ হয়েছে সেকথা উল্লেখ করে তিনি বলেন, কংগ্রেস ওই ধরনের মিথ্যার রাজনীতি করে৷ প্রতিবেদনে যে সমস্ত প্রশ্ন তোলা হয়েছে তার প্রত্যেকটির জবাব জয় দিয়েছেন বলেও এদিন গোয়েল জানান৷ তিনি বলেন, “শাহ-পুত্র জয় প্রতিবেদক ও পোর্টালটির বিরু‌দ্ধে ১০০ কোটি টাকার ফৌজদারি মানহানির মামলা করবেন সোমবারই আমেদাবাদের আদালতে মামলা দায়ের হবে।” সেই মতোই ওই নিউজ পোর্টাল ও প্রতিবেদকের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলাও দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে৷

[রোজ পাঁচ থেকে ছয় জন করে জঙ্গি খতম করছে সেনা: রাজনাথ সিং]

The post ‘ভিত্তিহীন কুৎসা’ রটানোর অভিযোগে মানহানির মামলা অমিত শাহর পুত্রের appeared first on Sangbad Pratidin.

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement
toolbarHome ই পেপার toolbarup ছাঁদনাতলা toolbarvideo শোনো toolbarshorts রোববার